জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৫ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? উত্তর : মিজোরামের লুসাই পাহাড়। প্রশ্ন : ল্যাব্রাডর স্রোতের পানির বর্ণ কী রূপ? উত্তর : সবুজ। প্রশ্ন :সাত দিনে সপ্তাহ গণনা কারা শুরু করেন? উত্তর :ক্যালডিয়রা। প্রশ্ন : একটি ঘড়িতে দম দেয়ায় এতে সঞ্চিত হয় কোন শক্তি? উত্তর : স্থিতি শক্তি। প্রশ্ন : দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত? উত্তর : সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর। প্রশ্ন : কৃমি নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, তাকে কী বলে? উত্তর : হেলমিনথোলজি। প্রশ্ন : যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, তাকে কী বলে? উত্তর : অবিমৃষ্যকারী। প্রশ্ন : ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা নির্ধারণকারী সীমারেখা কী নামে পরিচিত? উত্তর : পার্পল লাইন। প্রশ্ন : স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহৃত হয়? উত্তর : নাইট্রিক এসিড। প্রশ্ন : পিট কয়লার বৈশিষ্ট্য কী? উত্তর : ভেজা ও নরম। প্রশ্ন : 'রোহিণী' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? উত্তর : কৃষ্ণকান্তের উইল। প্রশ্ন : টুথপেস্টের প্রধান উপাদান কী কী? উত্তর : সাবান ও পাউডার। প্রশ্ন : হোমার কোন ভাষার কবি ছিলেন? উত্তর : গ্রিক।