এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথম পত্র

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
প্রবন্ধে বিড়াল মূলত-
বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয় ২৭. কমলাকান্ত মার্জ্জারের বক্তব্য কিভাবে বুঝল? ক) মনোযোগ দেয়ায় খ) দিব্যকর্ণ প্রান্ত হয়ে গ) সংকীর্ণতা দূর করে ঘ) স্বার্থপরতা দূর করে সঠিক উত্তর : খ) দিব্যকর্ণ প্রান্ত হয়ে ২৮. এ সংসারের ক্ষীর, সর কাদের খাওয়ার কথা বলা হয়েছে? ক) কুকুর খ) মানুষ গ) মার্জ্জার ঘ) কাক সঠিক উত্তর : খ) মানুষ ২৯. 'তোমাদের ক্ষুৎপিপাসা আছে-আমাদের কি নাই? কে বলেছে? ক) প্রসন্ন খ) কমলাকান্ত গ) মার্জ্জার ঘ) মঙ্গলা সঠিক উত্তর : গ) মার্জ্জার ৩০. কার থেকে শিক্ষা লাভ ছাড়া জ্ঞানোন্নতির উপায়ন্তর নেই? ক) দোপায়ার কাছে খ) চতুষ্পদের কাছে গ) জ্ঞানীর কাছে ঘ) পন্ডিতের কাছে সঠিক উত্তর : খ) চতুষ্পদের কাছে ৩১. বিড়াল রচনার পরিসর ব্যক্ত হয়েছে- ক) বিড়ালের মাধ্যমে খ) মার্জ্জারের মাধ্যমে গ) কথক কমলাকান্তের মাধ্যমে ঘ) বিচারকের মাধ্যমে সঠিক উত্তর : গ) কথক কমলাকান্তের মাধ্যমে ৩২. কমলকান্তের ওয়েলিংটনকে বিড়ালের প্রাপ্য মনে হওয়ার কারণ- ক) ঘুমের ঘোর খ) আফিমের নেশা গ) মদের নেশা ঘ) মতিভ্রম সঠিক উত্তর : খ) আফিমের নেশা ৩৩. বিড়াল প্রবন্ধের মূল পতিপাদ্য বিষয় কী? ক) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ খ) অন্যায়ের পক্ষপাত গ) ব্যঙ্গাত্মক ও হাস্যরসাত্মক ঘ) দরিদ্রের অধিকার প্রাপ্তি সঠিক উত্তর : ক) অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ৩৪. 'বিড়াল' কমলাকান্তকে কি বিচার করে দেখতে বলে? ক) ধনী-দরিদ্রের বৈষম্যের কথা খ) বিড়ালের ক্ষুদার কথা গ) দারিদ্র্যের সুখ ভোগের কথা ঘ) ধনীদের আরাম আয়েশের কথা সঠিক উত্তর : ক) ধনী-দরিদ্রের বৈষম্যের কথা ৩৫. 'কেহ মরে বিল ছেঁচে, কেহ খায় কই!'- উক্তিটির তাৎপর্য কী? ক) একের আধিকারে অন্যের প্রাপ্তি খ) একের পরিশ্রমে অন্যের সুফল ভোগ গ) একের অধিকারে অন্যের হস্তক্ষেপ ঘ) একের দুর্বলতায় অন্যের অধিকার সঠিক উত্তর : খ) একের পরিশ্রমে অন্যের সুফল ভোগ ৩৭. এ সংসারের সকলেই তোমার খাইবে, আমরা কিছু পাইব না কেন? এ উক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে- ক) হতাশা খ) ক্ষোভ গ) প্রতিবাদ ঘ) স্বার্থপরতা সঠিক উত্তর : গ) প্রতিবাদ ৩৮. তেলে মাথায় তেল দেওয়া মনুষ্যজাতির রোগ- কথাটির তাৎপর্য কী? ক) যার আছে তাকেই সাহায্য করা খ) দরিদ্রকে সাহায্য করা গ) সুবিধাবঞ্চিতদের সাহায্য করা ঘ) অসহায়কে সাহায্য করা সঠিক উত্তর : ক) যার আছে তাকেই সাহায্য করা ৩৯. বিড়ালের বক্তব্যের মধ্য দিয়ে প্রাবন্ধিক তুলে ধরেছেন- ক) তৎকালীন সমাজের অসঙ্গতি খ) সমাজের রাজনৈতিক সমস্যা গ) সমাজের ক্ষুদ্র প্রাণীদের সমস্যা ঘ) সমাজের নৈতিক অবক্ষয় সঠিক উত্তর : ঘ) সমাজের নৈতিক অবক্ষয় ৪০. প্রবন্ধে বিড়াল মূলত- ক) দরিদ্র অসহায় মানুষের প্রতীক খ) ক্ষতিকর প্রাণীর প্রতীক গ) ক্ষুদ্র অবহেলিত প্রাণীদের প্রতীক ঘ) ক্ষুধার্থ প্রাণীদের প্রতীক সঠিক উত্তর : ক) দরিদ্র অসহায় মানুষের প্রতীক ৪১. প্রাবন্ধিক ব্যঙ্গ কৌতুকের মাধ্যমে তুলে ধরেছেন- ক) ধনী দরিদ্রের বৈষম্য খ) বর্ণ বৈষম্য গ) ক্ষুদ্র প্রাণীর জীবনচিত্র ঘ) ধনীদের জীবন চিত্র সঠিক উত্তর : ক) ধনী দরিদ্রের বৈষম্য ৪২. 'বিড়াল' প্রবন্ধের উদেশ্য হলো- ক) ধনী দরিদ্রের বৈষম্য তুলে ধরা খ) ক্ষতিকর প্রাণীর প্রতীক গ) ক্ষুদ্র অবহেলিত প্রাণীর প্রতীক ঘ) পন্ডিতবর্গকে যথাযথ মূল্যায়ন করা সঠিক উত্তর : ক) ধনী দরিদ্রের বৈষম্য তুলে ধরা