প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলা

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
আর্সেনিক আক্রান্ত রোগী
৩. নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। শব্দ শব্দার্থ উপসর্গ লক্ষণ ক্যান্সার দুরারোগ্য ক্ষতিকর রোগ বিশেষ বিষাক্ত বিষযুক্ত পুষ্টিকর পুষ্টিদেয় এমন আক্রান্ত আক্রমণ করা হয়েছে ক্ষতিকর ক্ষতি হয় এমন \হ৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : প্রশ্ন : আর্সেনিক কী? আর্সেনিক আক্রান্ত রোগীর চারটি লক্ষণ লেখো। উত্তর : আর্সেনিক মানবদেহের জন্য ক্ষতিকর এক ধরনের পদার্থ। আর্সেনিক আক্রান্ত রোগীর চারটি লক্ষণ- \হ১. বুকে, পিঠে, পেটে কালো দাগ দেখা দেয়। ২. চামড়ার রঙ কালো হয়ে যায়। ৩. হাত পায়ের তালু খসখসে হয়ে ফেটে যায়। ৪. ক্ষেত্রবিশেষে হাত পায়ের তালুতে ছোট ছোট গুটি দেখা দিতে পারে। প্রশ্ন : আর্সেনিক কেন মানবদেহের জন্য ক্ষতিকর তা পাঁচটি বাক্য লেখো। উত্তর : আর্সেনিক যে কারণে মানবদেহের জন্য ক্ষতিকর তা হলো- ১. বমি বমি ভাব ও খাওয়া-দাওয়া অরুচি হয়। ২. অনেক সময় পাতলা পায়খানা ও রক্ত আমাশয় হয়। ৩. মুখে ঘাও হতে পারে। ৪. কিডনি, লিভার ও ফুসফুস বড় হয়ে যায়। ৫. আক্রান্ত স্থানে ক্যান্সারও হতে পারে। প্রশ্ন : মনে করো, তোমার এলাকাবাসীর নলকূপের পানিতে আর্সেনিক দেখা দিয়েছে। এ অবস্থায় বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য তুমি তাদের কী পরার্মশ দেবে তা পাঁচটি বাক্য লেখো। উত্তর : বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য পাঁচটি পরামর্শ হলো- ১. এলাকার নলকূপের পানি আর্সেনিক মুক্ত কিনা তা জেনে নিতে হবে। ২. নলকূপের মুখে লাল রঙ দ্বারা চিহ্নিত থাকলে সেই নলকূপ থেকে পানি সংগ্রহ করতে নিষেধ করব। ৩. সবুজ রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে সেই নলকূপটির পানি পান করতে হবে। ৪. নদী, পুকুর, বিলের পানি ছেঁকে ২০ মিনিট ফুটিয়ে পান করতে বলব। ৫. বৃষ্টি শুরু হওয়ার ৫ মিনিট পরের পানিও পান করা যেতে পারে। প্রশ্ন : ৫ (গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ:)