জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৬ জুন ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
প্রশ্ন : জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর : টোকিও। প্রশ্ন : বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ কোথায় অবস্থিত? উত্তর : ফার্মগেট, ঢাকা। প্রশ্ন : কোপা কোন দেশের বিমান সংস্থা? উত্তর : পানামা। প্রশ্ন : তেঁতুলে কোন এসিড থাকে? উত্তর : টারটারিক এসিড। প্রশ্ন : রক্তের গ্রম্নপ আবিষ্কার করেন কে? উত্তর : ল্যান্ড স্টেইনার। প্রশ্ন : 'মতিচূর' বেগম রোকেয়ার কী ধরনের গ্রন্থ? উত্তর : ছোটগল্প। প্রশ্ন : কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইডকে কী বলে? উত্তর : ড্রাই আইস। প্রশ্ন : দেশের একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী মুক্তিযোদ্ধা কে? উত্তর : ইউকে চীং বীরবিক্রম প্রশ্ন : 'ভাষার প্রাঙ্গণে তব, আমি কবি তোমারি অতিথি' রবীন্দ্রনাথ কার উদ্দেশে কথাগুলো বলেছিলেন? উত্তর : ঈশ্বরচন্দ্র্র বিদ্যাসাগর। প্রশ্ন : কাক ভূষন্ডির অর্থ কী? উত্তর : দীর্ঘায়ু ব্যক্তি। প্রশ্ন : ঢাকা শহরে গ্যাস সরবরাহ করা হয় কোন গ্যাস ক্ষেত্র থেকে? উত্তর : তিতাস গ্যাস ক্ষেত্র থেকে।