শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
বাংলা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০৭ জুন ২০২০, ০০:০০

নিচের বাক্যগুলোর দাগ দেওয়া ক্রিয়াপদের চলিত রূপ লেখ :

১. আমি কাজটি করিয়াছিলাম।

উত্তর : করেছিলাম।

২. কিশোর বদ্ধঘরে থাকিবে না।

উত্তর : থাকবে।

৩. সিংহ নদীতে নামিয়া পড়ল।

উত্তর : নেমে।

৪. আপনার জন্য একটি সুখবর আনিয়াছি।

উত্তর : এনেছি।

৫. আমরা স্কুলে যাইতেছি।

উত্তর : যাচ্ছি।

৬. আমি বিশ্বজগৎ দেখিতে চাই।

উত্তর : দেখতে।

৭. মানুষ এখন একটু একটু সভ্য হইতেছে।

উত্তর : হচ্ছে।

৮. গড়ে তুলিতেছে এই দেশ।

উত্তর : তুলছে।

৯. কাকগুলো ঝাঁক বাঁধিয়া থাকে।

উত্তর : বেঁধে

১০. ফুল ফুটিলে ভালো লাগে।

উত্তর : ফুটলে।

১১. জল কোথায় পাইতে পারি?

উত্তর : পেতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<101506 and publish = 1 order by id desc limit 3' at line 1