জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৭ জুন ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
সোয়াচ অব নো গ্রাউন্ড
প্রশ্ন: ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে? উত্তর: তিন ভাগে- পাহাড়ি এলাকা, সোপান অঞ্চল, পস্নাবন ভূমি প্রশ্ন: বাংলাদেশের মধ্যে দিয়ে অতিক্রম করেছে কোন রেখাটি? উত্তর: কর্কটক্রান্তি রেখা বা ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। প্রশ্ন: 'সোয়াচ অব নো গ্রাউন্ড' খাদটি কোথায় অবস্থিত? উত্তর: বঙ্গোপসাগরে। প্রশ্ন: বাংলাদেশের পাহাড়গুলো গঠিত হয় কোন যুগে? উত্তর: টারশিয়ারি যুগে। প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় কোনটি? উত্তর: গারো পাহাড়। প্রশ্ন: গারো পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর: ময়মনসিংহ জেলায়। প্রশ্ন: বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে? উত্তর: ক্রান্তীয় অঞ্চলে। \হ