বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ৩০ জুন ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
লোক-লোকান্তর আল মাহমুদ ৮. 'লোক-লোকান্তর' কবিতায় কবির কিসের মণি উজ্জ্বল হয়েছিল? ক. মনের খ. চোখের গ. চেতনার ঘ. ভাবনার সঠিক উত্তর : গ. চেতনার ৯. 'লোক-লোকান্তর' কবিতায় পরাগে কবির কী মাখামাখি হয়েছিল? ক. বন্যলতা খ. সুপারির রং গ. সুগন্ধি ঘ. চন্দন সঠিক উত্তর : গ. সুগন্ধি ১০. বনচারী বলতে কী বোঝ? ক. বনবাস খ. বনপ্রীতি গ. বনবাসী ঘ. প্রকৃতিপ্রীতি সঠিক উত্তর : গ. বনবাসী \হ ১১. কবি আল মাহমুদ চেতনার মণি বলতে কী বুঝিয়েছেন? ক. জ্ঞানশক্তি খ. চৈতন্য গ. চিন্তার উৎস ঘ. অনুভব শক্তি সঠিক উত্তর : ক. জ্ঞানশক্তি ১২. 'লোক-লোকান্তর' কবিতার কবি স্তব্ধ হয়েছিলেন কেন? ক. ভাবনার কারণে খ. মৃতু্যভয়ে গ. পৃথিবীর প্রেমে ঘ. প্রকৃতির প্রেমে সঠিক উত্তর : খ. মৃতু্যভয়ে ১৩. চন্দনগাছের সঙ্গে সম্পৃক্ত কোনটি? ক. মিষ্ট বাতাস খ. সুগন্ধি গ. পানলতা ঘ. হলুদ রং সঠিক উত্তর : খ. সুগন্ধি ১৪. 'লোক-লোকান্তর' কবিতার আঙ্গিক গড়ে উঠেছে কোনটির ওপর ভিত্তি করে? ক. মাত্রাবৃত্ত খ. স্বরবৃত্ত গ. গীতিকবিতা ঘ. সনেট সঠিক উত্তর : ঘ. সনেট \হ ১৫. সমাজ-সংসার-ধর্মের সঙ্গে সম্পৃক্ত হলো- ক. মানুষ খ. প্রকৃতি গ. বৃক্ষ ঘ. পাখি সঠিক উত্তর : ক. মানুষ ১৬. সনেটের অষ্টকে ফুটে ওঠে- ক. ভাবের প্রবর্তনা খ. ভাবের পরিণতি গ. প্রকৃতি চেতনা ঘ. মৃতু্য চেতনা সঠিক উত্তর : ক. ভাবের প্রবর্তনা ১৭. 'লোক-লোকান্তর' কবিতায় কয়টি রঙের নাম উলেস্নখ আছে? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি সঠিক উত্তর : গ. ৩টি ১৮. লোক থেকে লোকান্তরে কে স্তব্ধ হয়ে আছে? ক. কবি খ. পাঠক গ. প্রাবন্ধিক ঘ. পাখি সঠিক উত্তর : ক. কবি ১৯. 'লোক-লোকান্তর' কবিতায় কবির বন্য পরিবেশে প্রবেশের কারণ- র. প্রকৃতি চেতনা রর. প্রবল আকর্ষণ ররর. আবেগময়তা নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. র ও ররর ঘ. রর ও ররর সঠিক উত্তর : খ. র ও রর ২০. 'লোক-লোকান্তর' কবিতায় চন্দনগাছ দ্বারা ইঙ্গিত দেয়া হয়েছে- র. প্রকৃতির রর. সুগন্ধির ররর. প্রাকৃতিক ঐশ্বর্যের নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ২১. কবি আল মাহমুদ কোন গ্রামে জন্মগ্রহণ করেন? ক. পাহাড়তলী খ. পাথরঘাটা গ. মৌড়াইল ঘ. হিজলডাঙা সঠিক উত্তর : গ. মৌড়াইল ২২. কবি আল মাহমুদের প্রকৃত নাম কী? ক. মির আবদুস সবান আল মাহমুদ খ. মির আবুল শুকুর আল মাহমুদ গ. মির আবদুর রব আল মাহমুদ ঘ. মীর আবদুর শুকুর আল মাহমুদ সঠিক উত্তর : ঘ. মীর আবদুর শুকুর আল মাহমুদ ২৩. 'দৈনিক গণকণ্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন কে? ক. আল মাহমুদ খ. কাজী নজরুল ইসলাম গ. সিকান্দার আবু জাফর ঘ. হাসান হাফিজুর রহমান সঠিক উত্তর : ক. আল মাহমুদ