এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথম পত্র

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
কবিতায় মূর্ত হয়ে উঠেছে-
লোক-লোকান্তর আল মাহমুদ ২৪. দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক ছিলেন কে? ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী মোতাহের হোসেন গ. আবুল মনসুর আহমেদ ঘ. আল মাহমুদ সঠিক উত্তর : ঘ. আল মাহমুদ ২৫. আল মাহমুদের শিশুতোষ কাব্যগ্রন্থ কোনটি? ক. পাখির কাছে ফুলের কাছে খ. অদৃষ্টবাদীদের রান্নাবান্না গ. বিরামপুরের যাত্রী ঘ. সোনালী কাবিন সঠিক উত্তর : ক. পাখির কাছে ফুলের কাছে ২৬. 'ডাহুকী' কোন ধরনের গ্রন্থ? ক. নাটক খ. কাব্যগ্রন্থ গ. প্রবন্ধ ঘ. উপন্যাস সঠিক উত্তর : ঘ. উপন্যাস ২৭. আল মাহমুদের ছোটগল্প কোনটি? ক. কবি ও কোলাহল খ. আগুনের মেয়ে গ. সৌরভের কাছে পরাজিত ঘ. নিশিন্দা মেয়ে সঠিক উত্তর : গ. সৌরভের কাছে পরাজিত ২৮. 'সোনালী কাবিন' গ্রন্থটি কার? ক. দিলওয়ার খ. শামসুর রাহমান গ. আল মাহমুদ ঘ. সৈয়দ শামসুল হক সঠিক উত্তর : গ. আল মাহমুদ ২৯. আল মাহমুদের পেশা কি ছিল? ক. কবি খ. সাংবাদিকতা গ. প্রাবন্ধিক ঘ. শিক্ষক সঠিক উত্তর : খ. সাংবাদিকতা ৩০. আল মাহমুদের কবিতায় কোন বিষয়টি মূর্ত হয়ে উঠেছে? ক. স্বাধীনতার কথা খ. গ্রামীণ জীবনের কথা গ. ভাষা আন্দোলনের কথা ঘ. শহুরে জীবনের কথা সঠিক উত্তর : খ. গ্রামীণ জীবনের কথা ৩১. লোক-লোকান্তর কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ক. ১৩৭০ বঙ্গাব্দে খ. ১৩৭৩ বঙ্গাব্দে গ. ১৩৭৫ বঙ্গাব্দে ঘ. ১৩৮০ বঙ্গাব্দে সঠিক উত্তর : ক. ১৩৭০ বঙ্গাব্দে ৩২. চন্দনের ফুল কী রকম? ক. তিক্ত খ. বিষক্ত গ. টক ঘ. ঝাল-মিষ্টি সঠিক উত্তর : ঘ. ঝাল-মিষ্টি ৩৩. কবি আল মাহমুদের সংগ্রামের মধ্য দিয়ে কিসের জয় হয়েছে? ক. কবিতার খ. দৈন্যের গ. যুদ্ধের ঘ. সৃষ্টির সঠিক উত্তর : ক. কবিতার ৩৪. কবির নিসর্গ উপলব্ধি কোথায় মেলে ধরেছে? ক. মাঠে খ. অরণ্যে গ. আকাশে ঘ. মাটি আর আকাশে সঠিক উত্তর : ঘ. মাটি আর আকাশে ৩৫. রূপে ভয় কার মনে? ক. কবির খ. পাঠকের গ. নারীর ঘ. পুরুষের সঠিক উত্তর : গ. নারীর ৩৬. কবি কোথায় বসবাস করেন? ক. প্রকৃতির মাঝে খ. শহরে গ. গ্রামের মধ্যে ঘ. নগরের মধ্যে সঠিক উত্তর : ক. প্রকৃতির মাঝে ৩৭. কবি কিসের মালা গাঁথতে চান? ক. বকুল ফুলের খ. হিজল ফুলের গ. পুঁতির ঘ. চিত্রকল্পের সঠিক উত্তর : ঘ. চিত্রকল্পের ৩৮. পানলতার ঠোঁটে কী মেখে আছে? ক. সবুজ রং খ. গোলাপি রং গ. সুগন্ধ পরাগ ঘ. সুপারির রং সঠিক উত্তর : গ. সুগন্ধ পরাগ ৩৯. কবির অস্তিত্ব জুড়ে কী রয়েছে? ক. কাব্যভাষা খ. সুপারির রং গ. ইংরেজি ভাষা ঘ. চিরায়ত গ্রামবাংলা সঠিক উত্তর : ক. কাব্যভাষা ৪০. 'আগুনের মেয়ে' কার রচিত উপন্যাস? ক. কানা মামুদের খ. সৈয়দ হকের গ. দুখু মিয়ার ঘ. অনীলা দেবীর সঠিক উত্তর : ক. কানা মামুদের \হ