প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

বাংলা

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
প্রশ্ন : ১৩ (আবেদন পত্র) (৮) মনে করো, তুমি বিজয়/শিমলা। তুমি বাবুরহাট প্রাথমিক বিদ্যালয়ে পড়। তোমাদের বিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে একটি চিত্র মেলার আয়োজন করার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ২৫-৮-২০১৯ বরাবর প্রধান শিক্ষক বাবুরহাট প্রাথমিক বিদ্যালয় কল্যাণপুর, চাঁদপুর। বিষয় : শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চিত্র মেলার আয়োজন প্রসঙ্গে। জনাব, বিনীত নিবেদন এই যে, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা চিরস্মরণীয়। আমরা শহিদ বুদ্ধিজীবী দিবসে মহান ব্যক্তিদের ছবি নিয়ে একটি চিত্র মেলার আয়োজন করতে চাই। অতএব জনাব, উপরের বিষয়টি বিবেচনা করে চিত্র মেলা আয়োজনের ব্যবস্থা করে বাধিত করবেন। বিনীত নিবেদক, ছাত্র/ছাত্রীদের পক্ষে বিজয়/শিমলা, ৫ম শ্রেণি। (৯) মনে করো তোমার নাম রমিজ/রমিজা। তুমি ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়ে পড়। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁও দেখতে যাওয়ার অনুমতি প্রদানের জন্য প্রধান শিক্ষক বরাবর একটি আবেদনপত্র লেখ। তারিখ : ২৬-৮-২০১৯ বরাবর প্রধান শিক্ষক ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়, রংপুর। বিষয় : লোকশিল্প জাদুঘর দেখতে যাওয়ার অনুমতি প্রসঙ্গে। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বাংলাদেশের লোকশিল্প সম্পর্কে আমাদের জ্ঞান অতি অল্প। তাই লোকশিল্প সম্পর্কে ব্যাপক ধারণা পাওয়ার জন্য আমরা সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে পরিদর্শনে যাওয়ার ইচ্ছা পোষণ করছি। অতএব, আমাদের সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে পরিদর্শনে যাওয়ার অনুমতি প্রদান করে লোকশিল্প সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করতে সুযোগ দেওয়ার জন্য আপনার নিকট সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করছি। নিবেদক আপনার অনুগত শিক্ষার্থীদের পক্ষে রমিজ/রমিজা পঞ্চম শ্রেণি, ডুমুরিয়া প্রাথমিক বিদ্যালয়, রংপুর।