নোবিপ্রবিতে অনলাইনে ক্লাস

প্রকাশ | ০১ জুলাই ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। করোনার প্রভাবে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এই অবস্থায় শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে, সেজন্য সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বাংলা বিভাগ ব্যতিক্রমধর্মী অনলাইন ক্লাস চালু করেছে। নতুন এই উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব বলে স্বাগত জানিয়েছে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষকরা গ্রামের শিক্ষার্থী, দুর্বল নেটওয়ার্ক, ইন্টারনেট খরচের কথা ভেবে একটি মেসেঞ্জার গ্রম্নপে টাইপিংয়ের মাধ্যমে সেখানে টপিকভিত্তিক আলোচনা করেন। শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন নিয়ে সেগুলো তারা মেসেঞ্জারে লিখে উত্তর দিয়ে দেন। ফলে উচ্চগতির ইন্টারনেট না থাকলেও সহজেই বিকল্প পদ্ধতিতে শিক্ষার্থীরা শিখতে পারছেন।