বাংলা

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০২ জুলাই ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
গতিরোধক
প্রশ্ন : ১৩ (আবেদন পত্র) (১০) মনে করো তোমার নাম মর্জিনা আক্তার/জমির আলম। বিদ্যালয়ের চারপাশে বনায়ন কর্মসূচি গ্রহণের আবেদন জানিয়ে তোমার প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ। তারিখ : ২৬-৮-২০১৯ বরাবর, প্রধান শিক্ষক উলস্নাপাড়া প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ। বিষয় : বনায়ন কর্মসূচি গ্রহণের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। আমরা লক্ষ্য করছি যে আমাদের বিদ্যালয়ের চারপাশে অনেক খালি জায়গা অনেক দিন ধরে পতিত অবস্থায় পড়ে আছে। কিন্তু আমরা যদি এসব জায়গায় বনায়ন কর্মসূচির মাধ্যমে বৃক্ষরোপণ করি তাহলে অদূর ভবিষ্যতে বিদ্যালয় যেমন আর্থিকভাবে উপকৃত হবে, তেমনি বর্তমানে আমরা মানুষের জীবনরক্ষাকারী প্রচুর অক্সিজেনও পাব। যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। অতএব, এসব পতিত জমিতে বনায়ন কর্মসূচি গ্রহণ করে বিদ্যালয় এবং পরিবেশের উপকারে সহায়ক ভূমিকা রাখার জন্য জনাবের নিকট বিনীত প্রার্থনা করছি। নিবেদক ছাত্র/ছাত্রীদের পক্ষে মর্জিনা আক্তার/জমির আলম, পঞ্চম শ্রেণি, উলস্নাপাড়া প্রাথমিক বিদ্যালয়, ঝিনাইদহ। (১১) মনে করো, তোমার নাম সবুজ/সানজিদা। তুমি পঞ্চম শ্রেণিতে পড়। তোমার বিদ্যালয়ের নাম কেশবপুর প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনের রাস্তায় একটি গতিরোধক নির্মাণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি আবেদনপত্র লেখ। তারিখ : ২৭-৮-২০১৯ বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদগঞ্জ, চাঁদপুর। বিষয় : গতিরোধক নির্মাণের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমরা কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আমাদের বিদ্যালয়ের সামনে রয়েছে ব্যস্ততম রাস্তা। প্রতিনিয়ত এই রাস্তায় ঘটছে দুর্ঘটনা। এই দুর্ঘটনার হাত থেকে কোমলমতি শিক্ষার্থীরাও রেহাই পাচ্ছে না। আমরা অবিলম্বে এখানে দুটি গতিরোধক নির্মাণের প্রত্যাশা করছি। অতএব, আপনার নিকট আকুল আবেদন এই যে, বিদ্যালয়ের সামনে অল্প সময়ের মধ্যে গতিরোধক নির্মাণ করে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবেন। নিবেদক, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে সবুজ/সানজিদা, পঞ্চম শ্রেণি কেশবপুর প্রাথমিক বিদ্যালয়, ফরিদগঞ্জ, চাঁদপুর।