জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৩ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
মহাস্থানগড়
প্রশ্ন: বাগেরহাট কোন নদীর তীরে অবস্থিত? উত্তর: মধুমতি, মংলা, হরিণঘাটা, শীলা প্রশ্ন:বাংলাদেশের প্রাচীন শহর কোনটি? উত্তর:পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়। প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর: বগুড়া। প্রশ্ন: খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত? উত্তর:মহাস্থানগড়। প্রশ্ন: বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? উত্তর:মহাস্থানগড়। প্রশ্ন: বৈরাগীর চালা কোথায় অবস্থিত? উত্তর: গাজীপুর। প্রশ্ন: আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত? উত্তর:কুমিলস্নার ময়নামতিতে। প্রশ্ন: রামু মন্দির কোথায় অবস্থিত? উত্তর: কক্সবাজারের রামু থানায়। প্রশ্ন: উত্তরা গণভবন কোথায়? উত্তর:নাটোর। প্রশ্ন: কান্তজীউর মন্দির কোথায় অবস্থিত? উত্তর:দিনাজপুর। প্রশ্ন: বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত? উত্তর:রাজশাহী।