বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
স্বাধীনতা যুদ্ধ
আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর ওবায়দুলস্নাহ ২৯. কবি কোন ইতিহাস থেকে জেনেছেন যে ভালোবাসার জন্য, সবাইকে মুক্ত করার জন্য পরিবারবর্গকে ছাড়তে হয়? ক. স্বাধীনতা যুদ্ধ খ. ভাষা আন্দোলন গ. দেশ বিভাগ ঘ. গণ-অভু্যত্থান সঠিক উত্তর : ক. স্বাধীনতা যুদ্ধ ৩০. চিত্রকল্প নির্মাণের পূর্বশর্ত কী? ক. পস্নট নির্বাচন খ. চরিত্র নির্বাচন গ. কাহিনির বিবরণ ঘ. অভিনবত্ব সঠিক উত্তর : ঘ. অভিনবত্ব ৩১. 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতাটি কোন ছন্দে রচিত? ক. স্বরবৃত্ত খ. মাত্রাবৃত্ত গ. অক্ষরবৃত্ত ঘ. গদ্যছন্দে সঠিক উত্তর : ঘ. গদ্যছন্দে ৩২. কবিতার সোপলব্ধির অবিচ্ছেদ্য অংশ কী? ক. ব্যজ্ঞনা খ. আঙ্গিক বিবেচনা গ. অভিনবত্ব ঘ. শিল্পগুণ সঠিক উত্তর : খ. আঙ্গিক বিবেচনা ৩৩. নিচের কোন বিষয়টি একান্তই ইন্দ্রিয়গ্রাহ্য একটি অনুষঙ্গ? ক. কৃষকের ফসল ফলানো খ. সন্তানের প্রতি ভালোবাসা গ. মাছের সঙ্গে খেলা করা ঘ. নদীতে ভাসা সঠিক উত্তর : ক. কৃষকের ফসল ফলানো ৩৪. আবু জাফর ওবায়দুলস্নাহকে একুশে পদক প্রদান করা হয় কেন? ক. সংস্কৃতিচর্চার জন্য খ. ভাষাকেন্দ্রিক সাহিত্য রচনার জন্য গ. লোকসংগীত রচনার জন্য ঘ. শিল্পকলায় অবদানের জন্য সঠিক উত্তর : খ. ভাষাকেন্দ্রিক সাহিত্য রচনার জন্য ৩৫. আবু জাফর ওবায়দুলস্নাহকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় কেন? ক. ইংরেজি সাহিত্যে অবদানের জন্য খ. বাংলা সাহিত্যে অবদানের জন্য গ. আরবি সাহিত্যে অবদানের জন্য ঘ. ফারসি সাহিত্যে অবদানের জন্য সঠিক উত্তর : খ. বাংলা সাহিত্যে অবদানের জন্য \হ ৩৬. কবি কেন তার পূর্বপুরুষের কথা বলেছেন? ক. সাহসী ছিল বলে খ. নিপীড়িত হয়েছে বলে গ. জমিদার ছিল বলে ঘ. গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে সঠিক উত্তর : ঘ. গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে বলে ৩৭. কবির পূর্বপুরুষের পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল কেন? ক. শত্রম্নর অত্যাচারে খ. কাঁটার আঁচড় লাগায় গ. পড়ে ব্যথা পাওয়ায় ঘ. অসুখের কারণে সঠিক উত্তর : ক. শত্রম্নর অত্যাচারে ৩৮. কেন মানুষ ঝড়ের আর্তনাদ শুনবে? ক. কবিতা লেখে না বলে খ. কবিতা পড়ে না বলে গ. কবিতা শোনে না বলে ঘ. কবিতা বোঝে না বলে সঠিক উত্তর : গ. কবিতা শোনে না বলে ৩৯. কবি কেন বিচলিত স্নেহের কথা বলেছেন? ক. ভয়ে খ. শঙ্কায় গ. ভীরুতায় ঘ. কল্পনায় সঠিক উত্তর : খ. শঙ্কায় ৪০. কেন শস্য সম্ভার মানুষকে সমৃদ্ধ করবে? ক. কর্ষণ করে উর্বরা বৃদ্ধি করায় খ. বৃষ্টির প্রার্থনা করায় গ. পরিশ্রম করায় ঘ. ফসলের যত্ন নেওয়ায় সঠিক উত্তর : ক. কর্ষণ করে উর্বরা বৃদ্ধি করায় বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্ত ১. শমন-ভবন কী? ক. যমালয় খ. দেবালয় গ. যজ্ঞাগার ঘ. বাসনালয় সঠিক উত্তর : ক. যমালয় ২. মধুসূদন দত্ত রচিত বাংলাসাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কোনটি? ক. পদ্মাবতী খ. কৃষ্ণকুমারী গ. শর্মিষ্ঠা ঘ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ সঠিক উত্তর : খ. কৃষ্ণকুমারী ৩. 'মেঘনাদ বধ-কাব্যে'র ষষ্ঠ স্বর্গ 'বধ'-এ কে কাকে বধ করেছিল? ক. বিভীষণ মেঘনাদকে খ. মেঘনাদ বিভীষণকে গ. লক্ষ্ণণ মেঘনাদকে ঘ. লক্ষ্ণণ বিভীষণকে সঠিক উত্তর : গ. লক্ষ্ণণ মেঘনাদকে ৪. 'পশিল' শব্দের সঠিক অর্থ কোনটি? ক. প্রবেশ করল খ. পেছনে ফিরল গ. পৌঁছানো ঘ. পিছিয়ে পড়া সঠিক উত্তর : ক. প্রবেশ করল ৫. 'সহোদর রক্ষঃশ্রেষ্ঠ' বলতে কাকে বোঝানো হয়েছে? ক. বিভীষণকে খ. মেঘনাদকে গ. রাবণকে ঘ. লক্ষ্ণণকে সঠিক উত্তর : গ. রাবণকে ৬. রাজহংস কোথায় খেলা করে? ক. পঙ্কজ কাননে খ. পদ্মফুলের ধারে গ. স্বচ্ছ সরোবরে ঘ. সরোবরের পঙ্কজে সঠিক উত্তর : গ. স্বচ্ছ সরোবরে ৭. কাব্যাংশে 'রাঘবদাস' কে? ক. লক্ষ্ণণ খ. রাবণ গ. বিভীষণ ঘ. মেঘনাদ সঠিক উত্তর : গ. বিভীষণ