বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
প্রশ্ন:১ (সংক্ষিপ্ত প্রশ্ন) অধ্যায়-১ ১. শক্তির মূল উৎস কোনটি? সঠিক উত্তর: সূর্য ২. কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল? সঠিক উত্তর: খাদ্য ৩. কোনটি সঠিক খাদ্যশৃঙ্খল? সঠিক উত্তর: ঘাস-ঘাসফড়িং-ব্যাঙ-সাপ। ৪. আবির গ্রামের বাড়িতে পোকামাকড় ও কেঁচো দেখতে পায়। এই পোকামাকড় ও কেঁচো কোথায় বাস করে? সঠিক উত্তর: মাটিতে ৫. তপু বিজ্ঞান বইয়ে জীব ও জড়ের পার্থক্য সম্পর্কে জানল। তপুর জানা জড় উপাদান কোনটি? সঠিক উত্তর: বায়ু ৬. আসিয়ান নামক একটি পার্কের সব জীব ও জড়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া সম্পন্ন হয়। ওই স্থানের পারস্পরিক ক্রিয়াকে কী বলা যায়? সঠিক উত্তর: বাস্তুসংস্থান ৭. টিনাদের পুকুরে শাপলা ফুটেছে। এই উদ্ভিদটির আবাসস্থল কোনটি? সঠিক উত্তর : পানি ৮. তাহিয়ার গোলাপগাছটি বিভিন্ন জড় বস্তুর ওপর নির্ভর করে। এই জড় বস্তুর মধ্যে কোনটি রয়েছে? সঠিক উত্তর: সূর্যের আলো ৯. কোন উপাদানগুলো উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয়? সঠিক উত্তর: পানি, কার্বন ডাই-অক্সাইড, সূর্যতাপ ১০. পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদের কোন উপাদানগুলো প্রয়োজন? সঠিক উত্তর: পানি, কার্বন ডাই-অক্সাইড, সূর্যতাপ ১১। মানুষের জীবনে মাটির প্রয়োজন কেন? সঠিক উত্তর: ফসল ফলানোর জন্য ১২. প্রয়োজনীয় পুষ্টির জন্য মানুষের কিসের প্রয়োজন? সঠিক উত্তর: খাবারের ১৩. মানুষের জীবনে বায়ুর প্রয়োজন কেন? সঠিক উত্তর: শ্বাস গ্রহণের জন্য ১৪. কোন জড় পদার্থগুলো জীবের জীবনধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সঠিক উত্তর: সূর্য, পানি, বায়ু ১৫. ইমা প্রতিদিন সকালে বাগানে গাছের পরিচর্যা করে। সে গাছের ত্যাগকৃত কোন পদার্থ শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে? সঠিক উত্তর: অক্সিজেন ১৬. জেরিনের শিউলিগাছে অনেক ফুল ছিল। কিছুদিন পর এতে বীজ হলো। এই বীজ কিসের ফলে সৃষ্টি হয়েছে। সঠিক উত্তর: পরাগায়ন ১৭. রায়হানের পুকুরের পাড়ে একটি মৃতদেহ পড়ে আছে। এই মৃতদেহ পরিণত হবে? সঠিক উত্তর: সার ১৮. সায়েমের কাঁঠাল বাগানে অনেক কাঁঠাল ধরেছে। সায়েমের বাগানের কাঁঠালগাছ খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করে? সঠিক উত্তর: কার্বন ডাই-অক্সাইড ১৯. তানিম খেলতে গিয়ে ক্লান্ত হয়ে গেল। শ্বাসকার্য চালাতে তার কষ্ট হচ্ছে। এ সময় তার কী গ্রহণ করা প্রয়োজন। সঠিক উত্তর : অক্সিজেন