বিজ্ঞান

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

তরল পদার্থের একক কোন এককে মাপা হয়?

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
অধ্যায়: ১ ১৫। ১ মেট্রিক টন = কত কুইন্টাল? উত্তর : ১০ কুইন্টাল ১৬। কম ভরের জন্য ব্যবহৃত এককের নাম কী? উত্তর : গ্রাম ১৭। এসআই পদ্ধতিতে আলোক ঔজ্জ্বল্যের একক কী? উত্তর : ক্যান্ডোলা ১৮। ১ সেন্টিমিটারে কত মিলিমিটার? উত্তর : ১০ মিলিমিটার ১৯। রাশি কাকে বলে? উত্তর : যা পরিমাপ করা যায় তাকে রাশি বলে। ২০। ১ কুইন্টাল সমান কত কিলোগ্রাম? উত্তর : ১০০ কিলোগ্রাম ২১। সব পদ্ধতিতে সময় পরিমাপের একক কী? উত্তর : সেকেন্ড ২২। ১ ঘণ্টা কাকে বলে? উত্তর : এক দিনের ২৪ ভাগের এক ভাগকে ১ ঘণ্টা বলে। ২৩। ১ কিলোগ্রাম সমান কত গ্রাম? উত্তর : ১০০০ গ্রাম ২৪। বেশি ভরের বস্তু পরিমাপের ক্ষেত্রে কোন একক ব্যবহার করা হয়? উত্তর : কুইন্টাল ও মেট্রিক টন ২৫। ১ গ্রাম কত মিলিগ্রামের সমান? উত্তর : ১০০০ মিলিগ্রামের ২৬। ১ মিনিট কাকে বলে? উত্তর : ১ ঘণ্টার ৬০ ভাগের ১ ভাগকে ১ মিনিট বলে। ২৭। এসআই পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কী? উত্তর : বর্গমিটার ২৮। ১ সেকেন্ড কাকে বলে? উত্তর : ১ মিনিটের ৬০ ভাগের ১ ভাগকে ১ সেকেন্ড বলে। ২৯। আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তনের একক কী? উত্তর : ঘনমিটার ৩০। তরল পদার্থের একক কোন এককে মাপা হয়? উত্তর : লিটারে ৩১। আয়তন বের করতে হলে ক্ষেত্রফলকে কী দিয়ে গুণ করতে হবে? উত্তর : উচ্চতা ৩২। ১ ঘনমিটার কাকে বলে? উত্তর : ১ মিটার দৈর্ঘ্য, ১ মিটার প্রস্থ ও ১ মিটার উচ্চতাবিশিষ্ট একটি ঘনক্ষেত্র যে জায়গা দখল করে তাকে ১ ঘনমিটার বলে। ৩৩। ১ লিটারে কত ঘন সেন্টিমিটার? উত্তর : ১০০০ ঘন সেন্টিমিটার বা সিসি ৩৪। সিজিএস পদ্ধতিতে আয়তনের একক কী? উত্তর : ঘন সেন্টিমিটার ৩৫। ১ সিসিকে কত মিলিলিটার বলে? উত্তর : ১ মিলিলিটার ৩৬। ১ লিটারে কত মিলিলিটার? উত্তর : ১০০০ মিলিলিটার ৩৭। দৈর্ঘ্যের একককে প্রস্থের একক দ্বারা গুণ করলে কীসের একক পাওয়া যাবে? উত্তর : ক্ষেত্রফলের ৩৮। ১ দিন কাকে বলে? উত্তর : পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরে এসে একই অবস্থায় পুনরায় ফিরে আসতে যে সময় লাগে তাকে ১ দিন বলে। অধ্যায় - ২ ১। রেচন কাকে বলে? উত্তর : যে প্রক্রিয়ায় জীব তার দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয় তাকে রেচন বলে। ২। শ্রেণিকরণের সর্বাধুনিক পদ্ধতি কে আবিষ্কার করেন? উত্তর : মারগিউলিস ও ন্ডইটেকার ৩। শ্রেণিকরণের সর্বাধুনিক পদ্ধতি আবিষ্কৃত হয় কত সালে? উত্তর : ১৯৭৮ সালে ৪। আধুনিক শ্রেণিকরণ পদ্ধতিতে জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করা হয়েছে? উত্তর : ৫টি ৫। কোন রাজ্যের জীবের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না? উত্তর : মনেরা ৬। অ্যামিবা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? উত্তর : প্রোটিস্টা