খুবিতে ১ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
আগামী ১ সেপ্টেম্বর থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দ্বিতীয় টার্মের ক্লাস অনলাইনে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অনলাইনে শুধু তৃত্বীয় ক্লাস নেওয়া হবে, পরীক্ষা বা সেশনাল ক্লাসের ব্যাপারে পরে অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার এক ভিডিও কনফারেন্সে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। কনফারেন্সে উপাচার্য চলতি জুলাই থেকে আগামী আগস্ট মাসের মধ্যে যেসব ডিসিপিস্ননের প্রথম টার্মের কোর্স কিছু অংশ এখনো বাকি আছে তা সম্পন্ন করার প্রচেষ্টা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের জন্য সহজভাবে অনলাইনে কোর্স রেজিস্ট্রেশন এবং যে সব ক্ষেত্রে থিসিস জমা হয়েছে সে সব ক্ষেত্রে অনলাইন ডিফেন্স গ্রহণের বিষয় নিয়েও চিন্তা-ভাবনা করা হয়েছে বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।