ইউল্যাবে ভার্চুয়াল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশ | ০৪ জুলাই ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল ওরিয়েন্টেশন করল বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। অনলাইন শিক্ষায় নিজেদের তৈরি করতে নতুন শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে ১ জুলাই ভার্চুয়াল সামার ওরিয়েন্টেশন করে ইউল্যাব। ভার্চুয়াল এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড রফিকুল ইসলাম, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ইউল্যাবের প্রাক্তন ছাত্রী প্রিয়াংকা চৌধুরী। ভার্চুয়াল এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট কাজী আনিস আহমেদ, ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আমিনা আহমেদ, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) ফয়জুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান এবং শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তারা।