বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ -

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
লালসালু সৈয়দ ওয়ালীউলস্নাহ ১. সৈয়দ ওয়ালীউলস্নাহ কোন উপন্যাসের মাধ্যমে সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেন? ক. লালসালু খ. চাঁদের অমাবস্যা গ. কাঁদো নদী কাঁদো ঘ. নয়নচারা সঠিক উত্তর : ক. লালসালু ২. রহিমা চরিত্রে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ক. স্পষ্টবাদিতা খ. ধর্মভীরুতা গ. দুর্বলতা ঘ. অহংকারী সঠিক উত্তর : খ. ধর্মভীরুতা ৩. ঢেঙা বুড়ো কী কারণে নিঃস্ব হয়েছে? ক. মামলা-মোকদ্দমায় খ. স্ত্রীর কারণে গ. সন্তানের কারণে ঘ. ভাইয়ের কারণে সঠিক উত্তর : ক. মামলা- মোকদ্দমায় ৪. হাসুনির মার মা-বাবার মধ্যে কোন বিষয়টি বিদ্যমান? ক. আনন্দ খ. বেদনা গ. স্বাচ্ছন্দ্য ঘ. চুলোচুলি সঠিক উত্তর : ঘ. চুলোচুলি ৫. মজিদের বিরুদ্ধে চরিত্র হিসেবে নিচের কোন চরিত্রটি সমর্থনযোগ্য? ক. খালেক ব্যাপারী খ. তাহের গ. রহিমা ঘ. ঢেঙা বুড়ো সঠিক উত্তর : ঘ. ঢেঙা বুড়ো ৬. হাসুনির মায়ের প্রতি মজিদের কোন দৃষ্টিভঙ্গির প্রকাশ ঘটেছে? ক. দয়াশীলতার খ. লাম্পট্যের গ. করুণার ঘ. শোষণের সঠিক উত্তর : খ. লাম্পট্যের ৭. মজিদের উচ্চতা নির্ণয়ে নিচের কোন শব্দটি গ্রহণযোগ্য? ক. লম্বা খ. মধ্যম গ. বেঁটে ঘ. অতিরিক্ত খাটো সঠিক উত্তর : গ. বেঁটে ৮. 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. রবি খ. নক্ষত্র গ. তারকা ঘ. ইন্দু সঠিক উত্তর : ঘ. ইন্দু ৯. মহব্বতনগর গ্রামের মূল লোক কে? ক. মজিদ খ. খালেক ব্যাপারী গ. মতলুব খাঁ ঘ. তাহের মিয়া সঠিক উত্তর : ক. মজিদ ১০. মজিদের মতে স্ত্রীলোকদের কত পঁ্যাচ ছাড়ানো সম্ভব? ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮ সঠিক উত্তর : গ. ৭ ১১. আমেনা বিবি কী রঙের চাদর পরেছিল? ক. হলুদ খ. সাদা গ. কালো ঘ. লাল সঠিক উত্তর : ক. হলুদ ১২. মজিদের মুখে জমিলার থুতুু নিক্ষেপে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ক. ক্ষোভ খ. ক্রোধ গ. গর্ব খ. হিংসা সঠিক উত্তর : ক. ক্ষোভ ১৩. 'লালসালু' উপন্যাসে মজিদের সাম্রাজ্য পতনে নিচের কোন বিষয়টি গ্রহণযোগ্য? ক. আক্কাসের স্কুল নির্মাণ খ. জমিলার থুতু নিক্ষেপ গ. রহিমার প্রতিবাদ ঘ. ঢেঙা বুড়োর ক্ষোভ সঠিক উত্তর : খ. জমিলার থুতু নিক্ষেপ ১৪. মজিদ জমিলাকে কোথায় বেঁধে রেখেছিল? ক. মাজারে খ. মসজিদে গ. ঘরে ঘ. উঠানে সঠিক উত্তর : ক. মাজারে ১৫. মজিদের মতে দুনিয়ার মানুষের মতো কারা তাকে ভয় পায়? ক. ফেরেশতারা খ. জিন-পরীরা গ. ভূতেরা ঘ. হিংস্র প্রাণীরা সঠিক উত্তর : খ. জিন-পরীরা ১৬. মজিদের মতে শয়তানকে তাড়ানোর জন্য আলস্নাহ কী ছোড়ে? ক. বৃষ্টি খ. বজ্র গ. শিলা ঘ. পাথর সঠিক উত্তর : গ. শিলা ১৭. 'ধান দিয়ে কী হইব, মানুষের জান যদি না থাকে?'-উক্তিটিতে মজিদের প্রতি রহিমার চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে? ক. ক্ষোভ খ. নিন্দা গ. অভিমান ঘ. কটু কথা সঠিক উত্তর : ক. ক্ষোভ ১৮. 'লালসালু' উপন্যাসে মজিদের স্বীয় ধর্মের শিকার হয়েছে কোন চরিত্রটি? ক. জমিলা খ. খালেক ব্যাপারী গ. আক্কাস ঘ. ভানুবিবি সঠিক উত্তর : ক. জমিলা