জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ০৫ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
তারা মসজিদ
প্রশ্ন: তারা মসজিদ কোথায় অবস্থিত? উত্তর: পুরান ঢাকায়। প্রশ্ন: সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল? উত্তর: মুঘল আমলে। প্রশ্ন: বাংলার রাজধানী সোনারগাঁও কে স্থাপন করেন? উত্তর: ঈশা খাঁ। প্রশ্ন: সোনারগাঁও কার নামানুসারে নামকরণ হয়েছে? উত্তর: ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে। প্রশ্ন: সোনারগাঁওয়ের পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল? উত্তর: মহাস্থানগড়। প্রশ্ন: পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত? উত্তর: সোনারগাঁওতে। প্রশ্ন: সোনারগাঁওয়ের পূর্ব নাম কি? উত্তর: সুবর্ণ গ্রাম। প্রশ্ন: ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়? উত্তর: ১৬১০ সালে। প্রশ্ন: মুজিব নগর কোথায় অবস্থিত? উত্তর: মেহেরপুর। প্রশ্ন: বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে? উত্তর: সুবেদার ইসলাম খান। প্রশ্ন: বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি কোথায় অবস্থিত? উত্তর: সোনারগাঁওতে। প্রশ্ন: মহামুনি বিহার কোথায় অবস্থিত? উত্তর: চট্টগ্রামের রাউজানে। প্রশ্ন: ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? উত্তর: বাগেরহাট।