বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আনন্দ

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
লালসালু সৈয়দ ওয়ালীউলস্নাহ ১৯. 'নফরমানি করিও না! খোদার ওপর তোয়াক্কল রাখো।'-উক্তিটিতে মজিদের কোন বিষয়টি ফুটে উঠেছে? ক. খোদাভক্তি খ. ধর্মভীরুতা গ. মাজারপ্রীতি ঘ. মানবতাবোধ সঠিক উত্তর : ক. খোদাভক্তি ২০. মজিদের যশ ও খ্যাতির উৎস কী? ক. কবর খ. ক্ষমতা গ. দক্ষতা ঘ. খালেক ব্যাপারী সঠিক উত্তর : ক. কবর ২১. মজিদের নিঃসঙ্গবোধের কারণ কী? ক. নিঃসন্তান হওয়ায় খ. মাজার রহস্য উন্মোচন হওয়ার ভয় গ. গ্রামের মানুষের কাছে অবহেলিত হওয়ায় ঘ. আওয়ালপুরের পীরের কারণে সঠিক উত্তর : ক. নিঃসন্তান হওয়ায় ২২. 'আমাগো যদি পোলাপাইন থাকত!'-উক্তিটি কার? ক. খালেক ব্যাপারীর খ. আমেনার গ. রহিমার ঘ. মজিদের সঠিক উত্তর : ঘ. মজিদের ২৩. রহিমা কাকে পোষ্য রাখতে চায়? ক. হাসুনিকে খ. তাহেরকে গ. কাদেরকে ঘ. আক্কাসকে সঠিক উত্তর : ক. হাসুনিকে ২৪. মজিদের নেশার প্রয়োজন বলতে কী বোঝানো হয়েছে? ক. অর্থসম্পত্তির খ. নতুন স্ত্রীর গ. আমেনাকে পাওয়ার ইচ্ছা ঘ. হাসুনির মাকে পাওয়ার ইচ্ছা সঠিক উত্তর : খ. নতুন স্ত্রীর ২৫. 'মজিদের মনে কিন্তু অন্য কথা ঘোরে'-এখানে অন্য কথা বলতে কী বোঝানো হয়েছে? ক. দ্বিতীয় বিয়ে খ. সম্পত্তির লোভ গ. বদ মতলব ঘ. হীনস্বার্থ সঠিক উত্তর : ক. দ্বিতীয় বিয়ে ২৬. পুলক শব্দের অর্থ কী? ক. আনন্দ খ. হর্ষ খ. বিষাদ ঘ. বেদনা সঠিক উত্তর : ক. আনন্দ ২৭. 'বেত্তমিজের মতো কথা কইস না'-উক্তিটি কার সম্পর্কে করা হয়েছিল? ক. আক্কাস খ. তাহের গ. কাদের ঘ. ধলা মিঞা সঠিক উত্তর : ক. আক্কাস ২৮. মজিদকে সচ্ছলতার শিকড়গাড়া বৃক্ষ করতে কোন বিষয়টি সক্রিয় ছিল? ক. মিথ্যাবাদ খ. লোভ গ. ধর্ম ঘ. ক্ষমতা সঠিক উত্তর : গ. ধর্ম ২৯. খালেক ব্যাপারীর গলায় শিশুর ভাব আসে কেন? ক. ভয়ে খ. ক্রোধে গ. সন্দেহে ঘ. বিশ্বাসে সঠিক উত্তর : গ. সন্দেহে ৩০. মজিদ আমেনা বিবিকে তালাক দিতে বলে কেন? ক. ধর্ম রক্ষায় খ. মাজারের মান রক্ষায় গ. সমাজে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ঘ. প্রতিশোধ নিতে সঠিক উত্তর : ঘ. প্রতিশোধ নিতে ৩১. মজিদের প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়েছে কে? ক. রহিমা খ. হাসুনির মা গ. ভানু বিবি ঘ. আমেনা সঠিক উত্তর : ঘ. আমেনা ৩২. মজিদের কথা শোনায় খালেক ব্যাপারীর চরিত্রে কোন বিশেষ দিকটি উন্মোচিত হয়েছে? ক. ব্যক্তিত্বহীনতা খ. চরিত্রহীনতা গ. গোলামি ঘ. সহজ-সরল। সঠিক উত্তর : ক. ব্যক্তিত্বহীনতা