প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
অধ্যায়-১ ৩৩. সঠিক খাদ্যশৃঙ্খলের উদাহরণ কী? উত্তর: ঘাস-ফড়িং-ব্যাঙ ৩৪. চিংড়ি কোথায় বাস করে? উত্তর: পানিতে ৩৫. মাটি কোন পরিবেশের উপাদান? উত্তর: জড় পরিবেশের ৩৬. পরিবেশের জীব উপাদান কোনটি? উত্তর: উদ্ভিদ ৩৭. পরিবেশের উপাদানগুলো কয়ভাগে বিভক্ত? উত্তর: দুই ৩৮. উদ্ভিদ ও প্রাণী কী ছাড়া বাঁচতে পারে না? উত্তর: বায়ু ৩৯. সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে বলে পরিবেশে কী স্থিতিশীল থাকে? উত্তর: কার্বন ডাইঅক্সাইড ৪০. একাধিক খাদ্যশৃঙ্খল ওতপ্রোতভাবে জড়িয়ে কী তৈরি করে? উত্তর: খাদ্যজাল ৪১. বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নির্ভরশীল? উত্তর: অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ৪২. সব প্রাণীই বায়ু থেকে কি গ্রহণ করে? উত্তর: অক্সিজেন ৪৩. খাদ্যশৃঙ্খলে তৃণজাতীয় উদ্ভিদ কীসের ওপর নির্ভরশীল? উত্তর: সূর্যের আলো ৪৪. খাদ্যশৃঙ্খলে ব্যাঙ কীসের ওপর নির্ভরশীল? উত্তর: ঘাসফড়িং ৪৫. পরিবেশে খাদ্যশৃঙ্খলের প্রাথমিক স্তর কোনটি? উত্তর: সবুজ উদ্ভিদ ৪৬. নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কে? উত্তর : উদ্ভিদ ৪৭. সব উদ্ভিদ ও প্রাণীর শক্তির উৎস কী? উত্তর: সূর্য ৪৮. কীসের মাধ্যমে কীটপতঙ্গ ও পাখি উদ্ভিদকে সহায়তা করে? উত্তর: পরাগায়ন ৪৯. মাটির উর্বরতা বৃদ্ধিতে সহায়তা করে কী? উত্তর: প্রাণীর মৃতদেহ ৫০. প্রাণী শ্বাসকার্যে কী ত্যাগ করে? উত্তর: কার্বন ডাইঅক্সাইড ৫১. শ্বাসকার্যে উদ্ভিদ কী গ্রহণ করে? উত্তর: কার্বন ডাইঅক্সাইড