জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৬ জুলাই ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ষাট গম্বুজ মসজিদ
প্রশ্ন: ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? উত্তর: খান জাহান আলী। প্রশ্ন: বজরা শাহী মসজিদ কোথায় অবস্থিত? উত্তর:নোয়াখালী জেলার বেগমগঞ্জে। প্রশ্ন: লালবাগ কেলস্না কে নির্মাণ শুরু করেন? উত্তর: যুবরাজ মোহাম্মদ আযম। প্রশ্ন: লালবাগ কেলস্না কে নির্মাণ শেষ করেন? উত্তর: শায়েস্তা খান। প্রশ্ন: লালবাগ কেলস্নার আদি নাম কি? উত্তর: আওরঙ্গবাদ দুর্গ। প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শহর কোনটি? উত্তর: পুন্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়। প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত? উত্তর: বগুড়া। প্রশ্ন: খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত? উত্তর: মহাস্থানগড়। প্রশ্ন: মহাস্থানগড়ে কোন যুগের শিলালিপি পাওয়া গেছে? উত্তর: মৌর্য যুগের। প্রশ্ন: সোমপুর বিহার কোথায় অবস্থিত? উত্তর: নওগাঁ জেলার পাহাড়পুরে। প্রশ্ন: পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত? উত্তর:সোমপুর বিহার। প্রশ্ন: সোমপুর বিহার কে তৈরি করেন? উত্তর: শ্রী ধর্মপাল দেব। প্রশ্ন: সত্য পীরের ভিটা কোথায় অবস্থিত? উত্তর:নওগাঁ জেলার সোমপুর বিহারে। প্রশ্ন: আনন্দ বিহার কোথায় অবস্থিত? উত্তর: কুমিলস্না জেলার লালমাই পাহাড়ে। প্রশ্ন: আনন্দ বিহার কে তৈরি করেন? উত্তর: রাজা আনন্দ দেব। প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি? উত্তর: সীতাকোট বিহার। প্রশ্ন: সীতাকোট বিহার কোথায় অবস্থিত? উত্তর: দিনাজপুর।