এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা প্রথম পত্র

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
রেলগাড়ির কিসের কাঁটা নড়ে না?
লালসালু সৈয়দ ওয়ালীউলস্নাহ ৩৩. সৈয়দ ওয়ালীউলস্নাহ কত সালে জন্মগ্রহণ করেন? ক. ১৯২১ খ. ১৯২২ গ. ১৯২৩ ঘ. ১৯২৪ সঠিক উত্তর : খ. ১৯২২ ৩৪. সৈয়দ ওয়ালীউলস্নাহ কত সালে মৃতু্যবরণ করেন? ক. ১৯৭০ খ. ১৯৭২ গ. ১৯৭৩ ঘ. ১৯৭১ সঠিক উত্তর : ঘ. ১৯৭১ ৩৫. সৈয়দ ওয়ালীউলস্নাহ পিতার নাম কী? ক. সৈয়দ আহমদউলস্নাহ খ. সৈয়দ আলতাফ গ. সৈয়দ আহমেদ উলস্নাহ ঘ. সৈয়দ এমদাদ উলস্নাহ সঠিক উত্তর : ক. সৈয়দ আহমদউলস্নাহ ৩৬. সৈয়দ ওয়ালীউলস্নাহর আদি নিবাস কোথায়? ক. নোয়াখালী খ. কুমিলস্না গ. ঢাকা ঘ. চট্টগ্রাম সঠিক উত্তর : ক. নোয়াখালী ৩৭. সৈয়দ ওয়ালীউলস্নাহ কোন পত্রিকার সহ-সম্পাদক ছিলেন? ক. দৈনিক পাকিস্তান খ. দৈনিক স্টেটসম্যান গ. দৈনিক বাংলা ঘ. দৈনিক অবজারভার সঠিক উত্তর : খ. দৈনিক স্টেটসম্যান ৩৮. সৈয়দ ওয়ালীউলস্নাহ নাটকের সংখ্যা কতটি? ক. ৪টি খ. ৩টি গ. ৫টি ঘ. ৮টি সঠিক উত্তর : খ. ৩টি ৩৯. নিচের কোনটি সৈয়দ ওয়ালীউলস্নাহর নাটক? ক. গোরা খ. সুড়ঙ্গ গ. হরতাল ঘ. রক্তাক্ত প্রান্তর সঠিক উত্তর : খ. সুড়ঙ্গ ৪০. সৈয়দ ওয়ালীউলস্নাহর লালসালু কয়টা ভাষায় অনূদিত হয়? ক. ইংরেজি ও ফ্রেঞ্চ খ. বাংলা ও ইংরেজি গ. হিন্দি ও উর্দু ঘ. গুজরাটি ও বাংলা সঠিক উত্তর : ক. ইংরেজি ও ফ্রেঞ্চ ৪১. নয়নচারা সৈয়দ ওয়ালীউলস্নাহর কোন ধরনের সাহিত্যকর্ম? ক. নাটক খ. গল্প গ. উপন্যাস ঘ. স্মৃতিকথা সঠিক উত্তর : খ. গল্প ৪২. উপন্যাস শব্দের আক্ষরিক অর্থ কী? ক. কল্পিক কাহিনী খ. বর্ণনামূলক কাহিনী গ. সংক্ষিপ্ত কাহিনী ঘ. বিস্তৃত কাহিনী সঠিক উত্তর : গ. সংক্ষিপ্ত কাহিনী ৪৩. উপন্যাস মূলত কি নির্ভর? ক. কাহিনী খ. বর্ণনা গ. চরিত্র ঘ. সংলাপ সঠিক উত্তর : ক. কাহিনী ৪৪. আধুনিক উপন্যাস রচনার ক্ষেত্রে পথিকৃৎ কে? ক. স্তাধাঁল এবং দিদারো খ. সমারসেট এবং এডগার এলান পো গ. মিল্টন এবং হোমার ঘ. সফোক্লিস এবং গোর্কি সঠিক উত্তর : ক. স্তাধাঁল এবং দিদারো ৪৫. ঊনবিংশ শতাব্দীর পৃথিবীর শ্রেষ্ঠ উপন্যাস লেখক কে? ক. শার্লক ও মিল্টন খ. তলস্তয় ও গোর্কি গ. দস্তয়ভস্কি ও তলস্তয় ঘ. মিল্টন ও তলস্তয় সঠিক উত্তর : গ. দস্তয়ভস্কি ও তলস্তয় ৪৬. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ঔপন্যাসিক কে? ক. প্যারিচাঁদ মিত্র খ. কালীপ্রসন্ন সিংহ গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক উত্তর : গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ৪৭. দেহচু্যত হয়ে রেলগাড়ির ইঞ্জিন কি খায়? ক. পেট্রল খ. মবিল গ. কেরোসিন ঘ. পানি সঠিক উত্তর : ঘ. পানি ৪৮. রেলগাড়ির কিসের কাঁটা নড়ে না? ক. ঘড়ির কাঁটা খ. ইঞ্জিনের কাঁটা গ. ধৈর্য্যের কাঁটা ঘ. খুপড়ির কাঁটা সঠিক উত্তর : গ. ধৈর্য্যের কাঁটা ৪৯. শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের দেহ কেমন? ক. শীর্ণ খ. জীর্ণ গ. দুর্বল ঘ. রোগা সঠিক উত্তর : খ. জীর্ণ ৫০. শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের চোখের ভাব কেমন? ক. ক্ষুধার্ত খ. রোগা গ. ক্ষীণ ঘ. দুর্বল সঠিক উত্তর : ক. ক্ষুধার্ত ৫১. শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষ আশা নিয়ে কোথায় পড়ে? ক. মক্তবে খ. মাদ্রাসায় গ. স্কুলে ঘ. আলিয়া মাদ্রাসায় সঠিক উত্তর : ঘ. আলিয়া মাদ্রাসায় ৫২. কিসের বিদ্যা চড়ায় পড়ে আটকে গেছে? ক. জাদু বিদ্যা খ. কিতাবের বিদ্যা গ. ধর্মের বিদ্যা ঘ. জোষিত বিদ্যা সঠিক উত্তর : খ. কিতাবের বিদ্যা ৫৩. শস্যহীন জনবহুল অঞ্চলের মানুষের কার উপর নিগূঢ় বিশ্বাস? ক. খোদাতালার ওপর খ. হাকিমের ওপর গ. মৌলভীর ওপর ঘ. ধর্মের ওপর সঠিক উত্তর : ক. খোদাতালার ওপর ৫৪. মসজিদের পুকুরপাড় কেমন? ক. বাঁকানো খ. বাঁধানো গ. সঁ্যাতসেঁতে ঘ. ইট পাতানো সঠিক উত্তর : খ. বাঁধানো ৫৫. কোথায় সহস্র মসজিদ? ক. শস্যশূন্য অঞ্চলে খ. দেশময় গ. শহরে ঘ. গারো পাহাড়ে সঠিক উত্তর : খ. দেশময়