জানার আছে অনেক কিছু

প্রকাশ | ০৭ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সুন্দরবন
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় বনের নাম কী? উত্তর: সুন্দরবন। প্রশ্ন:ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়? উত্তর:১৬১০ সালে। প্রশ্ন: বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে? উত্তর: সুবেদার ইসলাম খান। প্রশ্ন: মহামুনি বিহার কোথায় অবস্থিত? উত্তর:চট্টগ্রামের রাউজানে। প্রশ্ন: বাংলাদেশের জাতীয় ফুলের নাম কী? উত্তর: শাপলা। প্রশ্ন: বাংলাদেশের জাতীয় পশুর নাম কী? উত্তর: রয়েল বেঙ্গল টাইগার। প্রশ্ন: বাংলাদেশের জাতীয় মাছের নাম কী? উত্তর: ইলিশ। প্রশ্ন:বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কী? উত্তর: বায়তুল মোকাররম। প্রশ্ন:বাংলাদেশের জাতীয় বিমানবন্দরের নাম কী? উত্তর: হজরত শাহ জালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দর। প্রশ্ন: বাংলাদেশের জাতীয় জাদুঘর কোনটি? উত্তর: শাহবাগ জাতীয় জাদুঘর। প্রশ্ন: বাংলাদেশের জাতীয় গ্রন্থাগার কোনটি? উত্তর:সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগার, ঢাকা।