বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

নবাবের কাছে রায়দুর্লভের কোন পদটি কাঙ্ক্ষিত?

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
সিরাজউদ্দৌলা সিকেন্দার আবু জাফর \হ ৭. 'আকীর্ণ' শব্দটির অর্থ কী? ক. খালি খ. খালি নয় এমন গ. পূর্ণ ঘ. পরিপূর্ণ সঠিক উত্তর : ঘ. পরিপূর্ণ ৮. 'চারিদিকে শুধু অবিশ্বাস আর ষড়যন্ত্র'- সংলাপটি রায়দুর্লভ কাকে উদ্দেশ করে বলেন? ক. মিরণকে খ. নবাবকে গ. মীরজাফরকে ঘ. উমিচাঁদকে সঠিক উত্তর : ক. মিরণকে ৯. 'অ ঢ়বৎভবপঃ ংপড়ঁহফৎবষ রং :যরং ঙসরপযধহফ্থ্তএ সংলাপটি কে করেছেন? ক. ওয়াটস খ. ড্রেক গ. হলওয়েল ঘ. জর্জ সঠিক উত্তর : খ. ড্রেক ১০. তামা-তুলসী-গঙ্গাজল ছুঁয়ে ঈশ্বরের নামে শপথ করেন কে? ক. উমিচাঁদ খ. মানিকচাঁদ গ. রায়দুর্লভ ঘ. রাজবলস্নভ সঠিক উত্তর : ঘ. রাজবলস্নভ ১১. 'কমবখত্‌' অর্থ কী? ক. সৌভাগ্য খ. দুর্বল-প্রকৃতির লোক গ. রাজদরবারের পিয়ন ঘ. হতভাগ্য সঠিক উত্তর : ঘ. হতভাগ্য ১২. বাংলার নতুন নবাবের কাছে রায়দুর্লভের কোন পদটি কাঙ্ক্ষিত? ক. সেনাপতির খ. কোষাধ্যক্ষের গ. গুপ্তচরবৃত্তি ঘ. দেওয়ান সঠিক উত্তর : ক. সেনাপতির ১৩. এক্রামউদ্দৌলা কীভাবে মারা যায়? ক. যুদ্ধক্ষেত্রে শত্রম্নর গুলিতে খ. বসন্তরোগে আক্রান্ত হয়ে গ. ম্যালেরিয়া হয়ে ঘ. ডায়রিয়া হয়ে সঠিক উত্তর : খ. বসন্তরোগে আক্রান্ত হয়ে ১৪. আলিনগরের সন্ধি অগ্রাহ্য করেছিল কারা? ক. বিশ্বাসঘাতক অমাত্যবর্গ খ. উমিচাঁদ রাজবলস্নভ গ. ইংরেজরা ঘ. মানিকচাঁদ, জগৎশেঠ সঠিক উত্তর : গ. ইংরেজরা ১৫. নবাবের আক্রমণের ভয়ে নৌকায় করে যারা পালিয়েছেন- র. ক্যাপ্টেন মিনচিন রর. কাউন্সিলর ফ্রাঙ্কল্যান্ড ররর. ম্যানিংহাম নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. র ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১৬. 'খাদেম' শব্দের অর্থ কী? ক. সেবক, ভৃত্য খ. প্রহরী, বার্তাবাহক গ. কোষাধ্যক্ষ ঘ. ঘোড়সওয়ার সঠিক উত্তর : ক. সেবক, ভৃত্য ১৭. নাটোরের মহারানী ভবানীর স্বামীর নাম কী? ক. রাজা রায়দুর্লভ খ. রাজা রামকান্ত রায় গ. রাজা রাজবলস্নভ ঘ. ভুবনকুমার পাল সঠিক উত্তর : খ. রাজা রামকান্ত রায় ১৮. 'বে-শুমার' শব্দের অর্থ কী? ক. গণনা করা খ. যা শোনা যায় না গ. অসংখ্য ঘ. যা শোনা যায় সঠিক উত্তর : গ. অসংখ্য ১৯. 'খড়হম ষরাব ঘধনধন ঔধভধৎ অষর কযধহ'- এ সংলাপটি কার? ক. ওয়াটসের খ. ক্লাইভের গ. কিলপ্যাট্টিকের ঘ. ক্লেটনের সঠিক উত্তর : খ. ক্লাইভের ২০. যুদ্ধে নবাব হেরে গেলে উমিচাঁদকে কত টাকা দেয়ার কথা ছিল? ক. ১০ লাখ টাকা খ. ১ কোটি টাকা গ. ২০ লাখ টাকা ঘ. ৭০ লাখ টাকা সঠিক উত্তর : গ. ২০ লাখ টাকা ২১. মীরজাফরকে সহায়তার বিনিময়ে ক্লাইভ কত টাকা আয়ের জমিদারি লাভ করে? ক. বার্ষিক ২৪ লাখ টাকা খ. বার্ষিক ১৪ লাখ টাকা গ. বার্ষিক ১ কোটি টাকা ঘ. বার্ষিক ৪ লাখ টাকা সঠিক উত্তর : ঘ. বার্ষিক ৪ লাখ টাকা