বিজ্ঞান

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

কোষ আবিষ্কার করেন-

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
অধ্যায়-২ ৩৩। কোন শ্রেণিভুক্ত প্রাণীদের সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষি থাকে? উত্তর :পতঙ্গ শ্রেণিভুক্ত ৩৪। মাছ কোন শ্রেণিভুক্ত প্রাণী? উত্তর :মৎস্য শ্রেণিভুক্ত ৩৫। মাছ কীসের সাহায্যে শ্বাসকার্য চালায়? উত্তর :ফুলকার সাহায্যে ৩৬। ব্যাঙ কোন শ্রেণিভুক্ত প্রাণী? উত্তর : উভচর শ্রেণিভুক্ত ৩৭। ব্যাঙ ব্যাঙাচি অবস্থায় কীসের সাহায্যে শ্বাসকার্য চালায়? উত্তর : ফুলকার সাহায্যে ৩৮। টিকটিকি, কুমির, সাপ, গিরগিটি ইত্যাদি কোন শ্রেণিভুক্ত প্রাণী? উত্তর : সরীসৃপ শ্রেণিভুক্ত ৩৯। সরীসৃপ শ্রেণিভুক্ত প্রাণীরা কীসের সাহায্যে শ্বাসকার্য চালায়? উত্তর : ফুসফুসের সাহায্যে ৪০। হাঁস, মুরগি, কবুতর, দোয়েল ইত্যাদি কোন শ্রেণিভুক্ত প্রাণী? উত্তর : পক্ষী শ্রেণিভুক্ত ৪১। বানর, ইঁদুর, কুকুর, বিড়াল, গরু, ছাগল ইত্যাদি কোন শ্রেণিভুক্ত প্রাণী? উত্তর : স্তন্যপায়ী শ্রেণিভুক্ত ৪২। কোন শ্রেণিভুক্ত প্রাণীদের মস্তিষ্ক ও দেহের গঠন বেশ উন্নত? উত্তর :স্তন্যপায়ী প্রাণীদের ৪৩। কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় থাকে? উত্তর : আবৃতবীজী উদ্ভিদের ৪৪। জেলি মাছের দেহের ভেতরে যে গহ্বর থাকে তাকে কী বলে? উত্তর :সিলেন্টেরন ৪৫। মূত্র ও কার্বন ডাই-অক্সাইড ত্যাগ এক ধরনের কী প্রক্রিয়া? উত্তর :রেচন প্রক্রিয়া ৪৬। ব্যাঙের ছাতা নামক উদ্ভিদটি কী ধরনের উদ্ভিদ? উত্তর : ছত্রাক ৪৭। সমাঙ্গ উদ্ভিদ কাকে বলে? উত্তর : যেসব অপুষ্পক উদ্ভিদের দেহকে মূল, কান্ড ও পাতায় বিভক্ত করা যায় না তাদের সমাঙ্গ উদ্ভিদ বলে। ৪৮। প্রজনন কাকে বলে? উত্তর : প্রতিটি জীবই তার ভবিষ্যৎ প্রজন্মকে টিকিয়ে রাখার জন্য যে প্রতিরূপ সৃষ্টি করে তাকে প্রজনন বলে। ৪৯। সমাঙ্গ উদ্ভিদের যেগুলো সবুজ সেগুলোর নাম কী? উত্তর : শৈবাল ৫০। ছত্রাক কাকে বলে? উত্তর : সমাঙ্গ বর্গীয় উদ্ভিদের মধ্যে যেগুলো পরভোজী ও অসবুজ তাদেরকে ছত্রাক বলে। অধ্যায় - ৩ উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন ১। কোষ কাকে বলে? উত্তর : জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। ২। অ্যামিবা বা ক্লোরেলা কয়টি কোষ দ্বারা গঠিত? উত্তর : ১টি ৩। কোষ আবিষ্কৃত হয় কত সালে? উত্তর : ১৬৬৫ সালে ৪। কোষ আবিষ্কার করেন কে? উত্তর : রবার্ট হুক ৫। নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির ওপর ভিত্তি করে কোষকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? উত্তর : ২ ভাগে ৬। কোন কোষের নিউক্লিয়াস কোনো আবরণী দ্বারা আবদ্ধ নয়? উত্তর : আদি কোষের ৭। কোন কোষের নিউক্লিয়াসে আবরণ থাকে? উত্তর : প্রকৃত কোষের ৮। প্রকৃত কোষকে কাজের ভিত্তিতে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর : ২ ভাগে ৯। দেহের গঠন ও বৃদ্ধিতে অংশগ্রহণ করে কোন কোষ? উত্তর : দেহকোষ