অনলাইনে আইইউবি শিক্ষকদের কর্মশালা

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
অনলাইনে পাঠদান নিয়ে শিক্ষকদের জন্য ওরিয়েন্টেশেন কর্মশালার আয়োজন করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদিনের কর্মশালায় স্থায়ী এবং অস্থায়ী পাঁচ শতাধিক শিক্ষক অংশ নেন। 'অনলাইনে শেখা এবং শেখানো' প্রতিপাদ্য নিয়ে ওই কর্মশালার উদ্বোধন করে আইইউবি'র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন। আইইউবির ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে কর্মশালার সহযোগী হিসেবে ছিল সেন্টার ফর পেডাগজি এবং সেন্ট্রাল ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস (সিআইটিএস)। আইকিউএসির অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ এবং ওবায়দুল আল মারজুক, সেন্টার ফর পেডাগজির অধ্যাপক ইমতিয়াজ এ হুসেইন, সিআইটিএস থেকে সৈয়দ মাহফুজ আহমেদ অনলাইন পাঠদানের নানা দিক তুলে ধরেন।