বশেমুরবিপ্রবির ২০ বছরে পদার্পণ

প্রকাশ | ১১ জুলাই ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ২০ বছরে পদার্পণ করেছে। ৮ জুলাই প্রশাসনিক ভবনের সামনে সীমিত পরিসরে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও কেক কাটার মাধ্যমে বশেমুরবিপ্রবি দিবস পালন করা হয়। এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. শাহজাহান। এছাড়াও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন মো. আব্দুল কুদ্দুস মিয়া, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম, বাংলা বিভাগের সভাপতি মো. আব্দুর রহমান, কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতারাসহ অনেকে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ভিসি (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মো. শাহজাহান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীর উদ্দেশে এক শুভেচ্ছা বাণী প্রদান করেন।প্রসঙ্গত, ২০১১ সাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু হলেও রিজেন্ট বোর্ডের ৭ম সভায় ৮ জুলাই, ২০০১-এর আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় দিবস পালনের সিদ্ধান্ত হয়।