প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর
বন্যা
আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো অধ্যায়-২ ৩২. নাজিম সাহেব মাঝে মাঝে গাড়িতে না চড়ে হেঁটে অফিসে যান। এই কাজটি দ্বারা তিনি পরিবেশের কী সংরক্ষণ করতে চান? উত্তর: প্রাকৃতিক সম্পদ ৩৩. তানিয়ার মা কাজ শেষে পানির কল, লাইটের সুইচ বন্ধ করে রাখেন সব সময়। এই কাজটি তিনি কেন করেন? উত্তর: অপচয় রোধ করতে ৩৪. ভাটায় ইট পোড়ানোর ফলে কী হয়? উত্তর: বায়ু দূষিত হয় ৩৫. উচ্চ স্বরে গান বাজালে কী হয়? উত্তর: শব্দদূষণ ৩৬. বায়ু, পানি ও মাটি দূষিত হওয়ার প্রধান কারণ কী? উত্তর: জনসংখ্যার বাড়তি চাহিদা মেটানো ৩৭. কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে কী দূষিত হয়? উত্তর: মাটি ৩৮. লাউড স্পিকার বা মাইকে কী হয়? উত্তর: শব্দদূষণ হয় ৩৯. মাটির উর্বরতা নষ্ট হয় কীসে? উত্তর: কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশকে ৪০. পরিবেশদূষণের প্রধান উৎস কী? উত্তর: জীবাশ্ম জ্বালানির ব্যবহার ৪১. পরিবেশদূষণের প্রাকৃতিক কারণ কী? উত্তর: বন্যা ৪২. বায়ুদূষণের ফলে কী ঘটে? উত্তর: অ্যাসিড-বৃষ্টি ৪৩. পরিবেশদূষণের ফলে মানুষ কী ধরনের রোগে আক্রান্ত হচ্ছে? উত্তর: ক্যান্সার ৪৪. জীবাশ্ম জ্বালানি কী? উত্তর: প্রাকৃতিক গ্যাস ৪৫. পরিবেশ দূষণের প্রধান কারণ কী? উত্তর: মানুষ অধ্যায়-৩ ১. উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কী প্রয়োজন? উত্তর : পানি ২. পানিদূষণের কারণ কী? উত্তর : নর্দমার বর্জ্য ৩. পানিতে মিশে থাকা বালু-কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে? উত্তর : থিতানো