নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভার্চুয়াল কনফারেন্স

প্রকাশ | ১২ জুলাই ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বাংলাদেশে কোভিড-১৯ এর প্রভাব, পরিণতি এবং কার্যকর পদক্ষেপ : মানব নিরাপত্তার আঙ্গিকে বিশ্লেষণ বিষয়ে ভার্চু্যয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) এবং সেন্টার ফর পিস স্টাডিজের (সিপিএস) উদ্যোগে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সে আলোচিত বিষয়গুলো ছিল- দারিদ্র্য ও অসমতা, অভিবাসন ও বৈদেশিক আয় ও করোনায় প্রভাবিত কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য। কনফারেন্সে বক্তব্য প্রদান করেন পলিসি রিসার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আহসান মনসুর, এসআইপিজির সিনিয়র ফেলো মো. শহিদুল হক, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলাল মহিউদ্দীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনীন আহমেদ, আইওএমের চিফ অব মিশন গিউর্গি গিগাউরি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. নজরুল ইসলাম। কনফারেন্সে সমাপনী বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আতিকুল ইসলাম। সিপিএসের সমন্বয়ক ড. এম জসিম উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে এসআইপিজির পরিচালক অধ্যাপক এস কে তৌফিক এম হক সূচনা বক্তব্য রাখেন। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক, গণমাধ্যমের প্রতিনিধি, ব্রিটিশ হাইকমিশন, ইউনেস্কো, ইউএনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দূতাবাসের প্রতিনিধি, বিদেশি শিক্ষক ও গবেষকরা।