বাংলা প্রথম পত্র

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

ইংরেজদের দুর্ভোগ কার হঠকারিতায় -

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
সিরাজউদ্দৌলা সিকেন্দার আবু জাফর ৪২. কার হঠকারিতার জন্য ইংরেজদের এই দুর্ভোগ? ক. জর্জ খ. ক্লেটন গ. হলওয়েল ঘ. ড্রেক সঠিক উত্তর : ঘ. ড্রেক ৪৩. নবাবের আদেশ অমান্য করে ইংরেজরা কাকে আশ্রয় দিয়েছিল? ক. ওয়ালী খান খ. কৃষ্ণবলস্নভ গ. রাজবলস্নভ ঘ. উর্মিচাঁদ সঠিক উত্তর : খ. কৃষ্ণবলস্নভ ৪৪. কারা কোম্পানির সত্তর টাকা বেতনের কর্মচারী? ক. ড্রেম ও মার্টিন খ. কিলপ্যাট্টিক ও ড্রেক গ. জর্জ ও ড্রেক ঘ. মার্টিন ও কিলপ্যাট্টিক সঠিক উত্তর : ঘ. মার্টিন ও কিলপ্যাট্টিক ৪৫. কোথায় ফিরে নবাব হলওয়েলকে মুক্তি দিয়েছিল? ক. পাটনায় খ. মুর্শিদাবাদ গ. সুরাটে ঘ. নদীয়ায় সঠিক উত্তর : খ. মুর্শিদাবাদ ৪৬. কে কাকে কানে খৎ দিয়েছে? ক. হলওয়েল খ. ড্রেক গ. উর্মিচাঁদ ঘ. ক্লাইভ সঠিক উত্তর : ক. হলওয়েল ৪৭. উর্মিচাঁদ কাকে হাত করেছে? ক. মিরন খ. মানিকচাঁদ গ. মীরজাফর ঘ. রাজবলস্নব সঠিক উত্তর : খ. মানিকচাঁদ ৪৮. কাকে ১২ হাজার টাকা নজরানা দিতে হয়েছে? ক. উর্মিচাঁদ খ. মানিকচাঁদ গ. মিরন ঘ. রায়বলস্নভ সঠিক উত্তর : খ. মানিকচাঁদ ৪৯. কারা আবার সংঘবদ্ধ হয়ে উঠেছে? ক. ডাচরা খ. ইংরেজরা গ. পর্তুগিজরা ঘ. তুর্কিরা সঠিক উত্তর : খ. ইংরেজরা ৫০. কিলপ্যাথিক কতটি সৈন্য নিয়ে হাজির হয়েছেন? ক. ১৫০ খ. ২০০ গ. ২৫০ ঘ. ৩০০ সঠিক উত্তর : গ. ২৫০ ৫১. শওকত জঙ্গ এখুনি সিরাজের মসনদে আঘাত করলে কাদের প্রত্যক্ষ সহযোগিতা পাবে? ক. ডাচদের খ. ইংরেজদের গ. পর্তুগিজদের ঘ. তুর্কিদের সঠিক উত্তর : খ. ইংরেজদের ৫২. 'সিরাজের পতন কে না চায়' সংলাপটি কার? ক. মীরজাফর খ. মিরন গ. ঘসেটি বেগম ঘ. জগৎশেঠের সঠিক উত্তর : গ. ঘসেটি বেগম ৫৩. কে নবাবীতে নির্বিঘ্ন হতে পারলে আমাদের সবার স্বার্থই রাহুগ্রস্ত হবে? ক. মীরজাফর খ. মিরন গ. সিরাজ ঘ. জগৎশেঠের সঠিক উত্তর : গ. সিরাজ ৫৪. নাচ-গানের মাহফিলের জন্য দেউড়িতে কড়া পাহারা বসিয়ে রেখেছেন কে? ক. মীরজাফর খ. মিরন গ. ঘসেটি বেগম ঘ. জগৎশেঠ সঠিক উত্তর : গ. ঘসেটি বেগম ৫৫. কে না থাকলে এই জলসা এতক্ষণে মর্সিয়া শুরু করতে হতো? ক. দেহরক্ষী ফৌজ খ. স্ত্রী গ. আম্মা ঘ. দাদু সঠিক উত্তর : ক. দেহরক্ষী ফৌজ