প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
পানিচক্রের প্রবাহ
অধ্যায়-২ ৪. দেহ সুস্থ-সবল রাখতে পুষ্টি উপাদান প্রয়োজন। পুষ্টি উপাদান দেহের প্রতিটি অঙ্গে পরিবহণের জন্য কীসের প্রয়োজন? উত্তর : পানি ৫. তুষারের অনেক জ্বর হয়েছে। ডাক্তার তাকে বেশি করে তরল খাবার ও পানি খেতে বলেছেন। পানি তুষারের দেহে কোন কাজটি করবে? উত্তর : স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখবে ৬. শারমিন চিপস, চকলেট ও কোমল পানীয় খেতে পছন্দ করলেও পরিপাকে সাহায্য করে এমন একটি প্রয়োজনীয় উপাদান খেতে চায় না। শারমিন কী খেতে চায় না? উত্তর : পানি ৭. তুলতুল তার গোলাপ গাছটিতে প্রতিদিন পানি দেয়। পানি ছাড়া গাছটি পুষ্টি উপাদান শোষণ করতে পারে না। আফরিনের গাছটি পুষ্টি উপাদান শোষণ করে কোথা থেকে? উত্তর : মাটি ৮. গ্রীষ্মের ছুটির পর রিয়া বিদ্যালয়ে গিয়ে দেখল বাগানের চারা গাছগুলো শুকিয়ে গেছে। এ অবস্থায় নতুন চারাগাছ রোপণ করে তার করণীয় কী? উত্তর : নিয়মিত সার প্রয়োগ করা ৯. সাবা চায়ের পানিতে তাপ দেয়ায় তা থেকে বাষ্প তৈরি হলো। সাবার তরল পানি থেকে বাষ্প তৈরির প্রক্রিয়াকে কী বলে? উত্তর : বাষ্পীভবন ১০. সাবার ঠান্ডা পানির বোতলের গায়ে জলীয় বাষ্প তরলে পরিণত হয়েছে। এভাবে বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে কী বলে? উত্তর : ঘনীভবন ১১. অধরা সকালে উঠানে নেমে দেখল ফুলগাছের পাতায় বিন্দু বিন্দু পানি। এ পানিকে কী বলে? উত্তর : শিশির ১২. পানিচক্রের প্রবাহ চিত্রটি কিরূপ? উত্তর : পানি ম বাষ্প ম মেঘ ম বৃষ্টি ১৩. পানি ভূপৃষ্ঠে কীভাবে ফিরে আসে? উত্তর : বৃষ্টি হিসেবে ১৪. পানিকে তাপ দিলে প্রথমে তা গরম হয় এবং ফুটতে থাকে। এর পরও তাপ দিলে তা কীসে পরিণত হয়? উত্তর : জলীয় বাষ্পে ১৫. বায়ুতে থাকা জলীয় বাষ্প ঠান্ডা হয়ে কীসে পরিণত হয়? উত্তর : স্বচ্ছ পানিতে ১৬. তুমি ফ্রিজ থেকে কোল্ড ড্রিংকস বের করে একটি গস্নাসে ঢেলে কিছুক্ষণ রেখে দিলে। এতে গস্নাসের বাইরের গায়ে পানির কণা গস্নাসটিকে আবছা করে দিল। এর জন্য দায়ী কী? উত্তর : জলীয়বাষ্প ১৭. তুষা একটি কাচের গস্নাসে কয়েক টুকরা বরফ রেখে দিল। কিছুক্ষণ পর কী ঘটবে? উত্তর : গস্নাসটি ঠান্ডা হয়ে যাবে ১৮. শীলাবৃষ্টির কারণ কী? উত্তর : মেঘের পানির কণা খুব ঠান্ডা হয়ে যাওয়া