জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৩ জুলাই ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
ম্যানগ্রোভ বন
প্রশ্ন: সরকার কৃষকের স্বার্থে কোন সার আমদানি নিষিদ্ধ করেছে? উত্তর: এসএসপি প্রশ্ন: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় ? উত্তর: ১৯৭১ সালে। প্রশ্ন: বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউট কবে তার কার্যক্রম শুরু করে? উত্তর: ১৯৭৩ সালে। প্রশ্ন: বাংলাদেশের বন এলাকা কয়টি অঞ্চলে বিভক্ত ও কী কী ? উত্তর: ৪টি। যথা- ১। পাহাড়ি বনাঞ্চল ২। ম্যনাগ্রোভ বনাঞ্চল ৩। সমতল এলাকার শাল বনাঞ্চল ৪। গ্রামীণ বন। প্রশ্ন: পাহাড়ি বনাঞ্চলের আয়তন কত ? উত্তর: ১৫,৬৬,৯৩৫ একর। প্রশ্ন: ম্যানগ্রোভ বনের আয়তন কত ? উত্তর: ১৪,০৫,০০০ একর। প্রশ্ন: শাল বনাঞ্চলের আয়তন কত ? উত্তর: ২,৮১,৯৫৩ একর। প্রশ্ন: বাংলাদেশের মোট আয়তনের কত অংশ বনাঞ্চল? উত্তর: প্রায় ১৭ শতাংশ। প্রশ্ন: বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? উত্তর: পার্বত্য চট্টগ্রামের বনভূমি। প্রশ্ন: বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বনভূমি কোনটি ? উত্তর:সুন্দরবন। (একক হিসেবে বৃহত্তম) প্রশ্ন: বাংলাদেশের তৃতীয় বনাঞ্চল কোনটি? উত্তর: মধুপুর জঙ্গল। প্রশ্ন: সুন্দরবনের প্রধান বৃক্ষ কোনটি? উত্তর: সুন্দরী।