প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ১৬ জুলাই ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
পানির প্রাকৃতিক উৎস-
৩৭. তোমার এলাকায় প্রবল বন্যা হচ্ছে। তুমি কোন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করবে? উত্তর : বোরিক পাউডার দিয়ে ৩৮. মাইশা কলসিতে পানি রেখে তাতে থাকা বালু, কাদা ইত্যাদি সরিয়ে ফেলে। মাইশার এ প্রক্রিয়াটির নাম কী? উত্তর : খ. থিতানো ৩৯. আলফিদার মা ধরে রাখা বৃষ্টির পানি একটি পাতলা কাপড়ে ছেঁকে নেন। এ পদ্ধতির নাম কী? উত্তর : ছাঁকন ৪০. ইম্মি বেড়াতে গিয়ে নদীর পানি পান করলে তার মা তাকে নিরাপদ পানি পান করতে বললেন। ইম্মির মায়ের মতে নিরাপদ পানি কী? উত্তর : নলকূপের পানি ৪১. তোমার এলাকায় গ্রীষ্মকালে নলকূপের পানি পাওয়া যায় না। এ ক্ষেত্রে পুকুরের পানি নিরাপদ করতে তুমি কী করবে? উত্তর : ২০ মিনিট ফোটাবে ৪২. কখন তুমি ফিটকিরি ও হ্যালোজেন ট্যাবলেট দিয়ে পানিকে জীবাণুমুক্ত করার পরামর্শ দেবে? উত্তর : বন্যার সময় ৪৩. মানবদেহের শতকরা কত ভাগ পানি? উত্তর : ৬০-৭০ ৪৪. প্রচন্ড গরমে উদ্ভিদের দেহ শীতল রাখতে সাহায্য করে কী? উত্তর : পানি ৪৫. উদ্ভিদের দেহে কত ভাগ পানি থাকে? উত্তর : ৯০ ৪৬. উদ্ভিদ কোথা থেকে পানি পায়? উত্তর : মাটি ৪৭. মানুষের তৈরি পানির উৎস কী? উত্তর : পুকুর ৪৮. পানির প্রাকৃতিক উৎস কী? উত্তর : বৃষ্টি ৪৯. নিচের কোনটি ছাড়া আমরা বাঁচতে পারি না? উত্তর : পানি ৫০. পুকুর বা নদীর পানি পুরোপুরি নিরাপদ হয় কীভাবে? উত্তর : ফোটানোর পর ছেঁকে নিলে অধ্যায়-৪ ১. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর : নাইট্রোজেন ২. পর্বতারোহীরা সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যান? উত্তর : অক্সিজেন ৩. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কোন গ্যাস? উত্তর : কার্বন ডাইঅক্সাইড ৪. হাসপাতালে আগুন নেভানোর জন্য সতর্কতামূলক অগ্নিনির্বাপণযন্ত্রে কী ব্যবহার করা হয়? উত্তর : কার্বন ডাইঅক্সাইড ৫. আবিরের বিয়েতে অতিথিদের কোমল পানীয় দেয়া হয়। এ পানীয়র ঝাঁজালো ভাব রাখতে কোনটি ব্যবহার করা হয়? উত্তর : কার্বন ডাইঅক্সাইড ৬. পর্বত আরোহণ করা নিশাতের এক প্রকার শখ, তিনি পর্বত আরোহণের সময় কী ব্যবহার করবেন? উত্তর : অক্সিজেন ৭. নীরব সাইকেলে পথে বের হলে হঠাৎ সাইকেলের টায়ার ছিদ্র হয়ে যায়। সাইকেলটি সক্রিয় করতে টায়ার ফোলানোর প্রয়োজন। এটি ফোলাতে তিনি কী ব্যবহার করবেন? উত্তর : বায়ু ৮. তুষা তার ভেজা চুল শুকাতে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে। যন্ত্রটির নাম কী? উত্তর : হেয়ার ড্রায়ার ৯. তোমার এলাকায় বিদু্যৎ-সংকট হওয়ায় তুমি বায়ুপ্রবাহের সাহায্যে বিদু্যৎ তৈরির পরিকল্পনা নিয়েছ। এ বিদু্যৎ তুমি কীভাবে উৎপাদন করবে? উত্তর : টারবাইন ঘুরিয়ে ১০. উঁচু পাহাড়ের চূড়ায় গেলে সিলিন্ডারে করে অক্সিজেন কেন নিতে হয়? উত্তর : পাহাড়ের চূড়া অক্সিজেনশূন্য থাকে ১১. তোমাদের এলাকায় আগুন লাগল। আগুন নেভাতে কী ব্যবহার করবে? উত্তর : কার্বন ডাইঅক্সাইড ১২. টিন বা প্যাকেটে মাছ, মাংস, ফল, চিপস ইত্যাদি সংরক্ষণ করা হয়। এতে কোন উপাদানটি ব্যবহার করা হয়? উত্তর: নাইট্রোজেন ১৩. করিম জমিতে সার দেয়। কোন উপাদান ব্যবহার করে এ সার তৈরি করা হয়? উত্তর : নাইট্রোজেন ১৪. নিতুদের বাড়িতে একটি মাটির ঘর বানানো হবে। মিস্ত্রিরা অনেক ঝরঝরে মাটি উঠানে এনে জমা করল। ঝরঝরে মাটির কণার ফাঁকে ফাঁকে কী থাকে? উত্তর : বায়ু ১৫. তুমি প্রতিদিন যা খাও, তা ভেঙে শক্তি উৎপন্ন হয়। এ ক্ষেত্রে কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর : অক্সিজেন