জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৬ জুলাই ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
ভাওয়াল বনাঞ্চল
প্রশ্ন: কোন কাঠ থেকে বাক্স ও দিয়াশলাইয়ের কাঠি প্রস্তুত হয়? উত্তর: গেওয়া। প্রশ্ন: ধুন্দল গাছের কাঠ থেকে কী প্রস্তুত করা হয়? উত্তর: পেন্সিল। প্রশ্ন: কোন গাছের ছাল থেকে রং প্রস্তুত করা হয়? উত্তর: গরান। প্রশ্ন: কোন জাতীয় গাছ সবচেয়ে বেশি বৃদ্ধি পায়? উত্তর: বাঁশ জাতীয় গাছ। প্রশ্ন: বরেন্দ্রভূমিতে কোন গাছ সবচেয়ে বেশি? উত্তর: শাল গাছ। প্রশ্ন: কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়? উত্তর: তুলা গাছকে। প্রশ্ন: ভাওয়াল বনাঞ্চল কোথায় অবস্থিত? উত্তর: গাজীপুর জেলায়। প্রশ্ন: দেশের কোন বনাঞ্চলকে চিরহরিৎ বন বলা হয়? উত্তর: পার্বত্য বনাঞ্চল। প্রশ্ন: মধুপুর বনাঞ্চলের প্রধান বৃক্ষ কি? উত্তর: শাল বা গজারী। প্রশ্ন: দেশের প্রথম ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন কবে কোথায় উদ্বোধন করা হয়? উত্তর: ১৭ জানুয়ারি, ২০০১, চন্দ্রনাথ পাহাড়ে। প্রশ্ন: সুন্দরবন কোন দুটি দেশে বিস্তৃত? উত্তর: বাংলাদেশ-ভারত। প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? উত্তর: বৈলাম গাছ। প্রশ্ন: সুন্দরবনের মোট আয়তন কত? উত্তর: ৬০১৭ বর্গ কি. মি.। প্রশ্ন: বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় ? উত্তর: চট্টগ্রামে।