জানার আছে অ নে ক কি ছু

প্রকাশ | ৩০ জুলাই ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : ১৯৯৬ সালে প্রণীত রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে? উত্তর : মন্ত্রী। প্রশ্ন : রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান কে? উত্তর : মুখ্য সচিব। প্রশ্ন : প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে? উত্তর : মুখ্য সচিব। প্রশ্ন : মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে? উত্তর : সচিব। প্রশ্ন : বঙ্গদেশের প্রথম জেলা গঠিত হয় কবে? উত্তর : ১৬৬৬ সালে। প্রশ্ন : ১৯৮৪ সালের পূর্বে বাংলাদেশে কতটি জেলা ছিল? উত্তর : ২১টি। প্রশ্ন : বিভাগের প্রশাসনিক প্রধান কে? উত্তর : বিভাগীয় কমিশনার। প্রশ্ন : ব্রিটিশ ভারত বঙ্গদেশে প্রতিষ্ঠিত মহকুমা কোনটি? উত্তর : খুলনা (১৮৪২ সালে।)