মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তির আবেদন

প্রকাশ | ০৫ আগস্ট ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় শিক্ষাবর্ষ অনুযায়ী মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তির আবেদন শুরু। ৩ আগস্ট বিকালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনলাইনে যেসব কোর্সে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে তা হলো- ২০২০-২১ বর্ষের এলএলবি প্রথম পর্ব, পোস্ট গ্র্যাজুয়েট ডিপেস্নামা ইন জার্নালিজম, পোস্ট গ্র্যাজুয়েট ডিপেস্নামা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপেস্নামা ইন ফটোগ্রাফি ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপেস্নামা ইন থিয়েটার স্টাডিজ। এ ছাড়া ২০১৯-২০ বর্ষের পোস্ট গ্র্যাজুয়েট ডিপেস্নামা ইন স্পোর্টস সায়েন্স, পোস্ট গ্র্যাজুয়েট ডিপেস্নামা ইন মিউজিক, এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং ও মাস্টার্স ইন অ্যাপস্নাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট এবং ২০১৮-১৯ বর্ষের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)। এসব কোর্সে গত ২৭ জুলাই বিকাল ৪টা থেকে অনলাইনে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ১২ আগস্ট রাত ১২টা পর্যন্ত। করোনাভাইরাস মহামারির কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস অনলাইনের মাধ্যমে ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং থেকে জানা যাবে।