প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ০৬ আগস্ট ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
দুরবিন
৭ম অধ্যায় ২৮. বায়ুবাহিত রোগ কোনটি? উত্তর : গুটিবসন্ত ২৯. কোন রোগ কফ, থুতু, হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়? উত্তর : যক্ষ্ণা ৩০. যেসব রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, সেগুলো কী নামে পরিচিত? উত্তর : বায়ুবাহিত রোগ ৩১. পানির মাধ্যমে কোন রোগ ছড়াতে পারে? উত্তর : কলেরা ৩২. পোকামাকড়ের মাধ্যমে মানব শরীরে কী প্রবেশ করে? উত্তর : রোগজীবাণু ৩৩. ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগকে কী বলে? উত্তর : সংক্রামক ৩৪. বয়ঃসন্ধিকালের পরিবর্তন কীরূপ? উত্তর : স্বাভাবিক ৩৫. বয়ঃসন্ধিকালের পরিবর্তনের ব্যাপারে কার সঙ্গে আলোচনা করা উচিত? উত্তর : মা-বাবা ৩৬. কোন সময়কালে অনেক ছেলেমেয়ে তাদের শারীরিক পরিবর্তন দেখে ঘাবড়ে যায়? উত্তর : বয়ঃসন্ধিকালে ৩৭. কোন সময়কালে ছেলে ও মেয়েরা নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করে? উত্তর : বয়ঃসন্ধিকালে ৩৮. কোন সময়কালে ছেলে ও মেয়েরা দ্রম্নত লম্বা হয়? উত্তর : বয়ঃসন্ধিকালে ৩৯. বয়ঃসন্ধিকালে শরীরে কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায়? উত্তর : দ্রম্নত লম্বা হওয়া ৪০. ছেলেদের বয়ঃসন্ধিকাল শুরুর বয়স কত? উত্তর : ৯-১৫ বছর ৪১. মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় কত বছরে? উত্তর : ৮-১৩ বছর ৮ম অধ্যায় ১. কীসের সাহায্যে নক্ষত্রসমূহ স্পষ্ট দেখতে পাওয়া যায়? উত্তর : দুরবিন যন্ত্র ২. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? উত্তর : ৩,৮৪,৪০০ কি.মি. ৩. আলো প্রতি সেকেন্ডে প্রায় কত কি.মি. বেগে চলে? উত্তর : ৩,০০,০০০ কি.মি. ৪. চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? উত্তর : ১.৩ সেকেন্ড ৫. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? উত্তর : ১৫,০০,০০,০০০ কিমি ৬. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে প্রায় কত সময় লাগে? উত্তর : ৮ মিনিট ৭. মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কী বলা হয়? উত্তর : জ্যোতির্বিজ্ঞান ৮. যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কী বলে? উত্তর : কক্ষপথ ৯. সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে? উত্তর : ৩৬৫ দিন ৬ ঘণ্টা ১০. নিজ অক্ষরেখার ওপর ঘূর্ণায়মান গতিকে কী বলে? উত্তর : আহ্নিক গতি