তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
বায়োমেট্রিক্স
অধ্যায়-১ ১৭. ইন্টারনেটের কল্যাণে সম্ভব হচ্ছে- র. ভিডিও চ্যাটিং রর. ভিডিও কনফারেন্সিং ররর. ই-মেইলিং নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১৮. আর্থ-সামাজিক উন্নয়নে বৈপস্নবিক পরিবর্তন এনেছে- র. মোবাইল ফোন রর. টেলিভিশন ররর. কম্পিউটার নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ১৯. জীববিজ্ঞানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহৃত হয় কোন পদ্ধতিতে? ক. বায়োমেট্রিক্স খ. বায়োইনফরমেট্রিক্স গ. ক্রায়োসার্জারি ঘ. রোবটিক্স সঠিক উত্তর : খ. বায়োইনফরমেট্রিক্স ২০. আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে চাঁদে বিচরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারি? ক. রোবটিক্স খ. ভার্চুয়াল রিয়েলিটি গ. বায়োমেট্রিক্স ঘ. বায়োইনফরমেট্রিক্স সঠিক উত্তর : খ. ভার্চুয়াল রিয়েলিটি ২১. কোনটি ই-কমার্সের বৈশিষ্ট্য? ক. স্বল্পসময়ে ক্রয়-বিক্রয় করা যায় খ. ক্রেতা-বিক্রেতার প্রত্যক্ষ যোগাযোগ হয় গ. ব্যবসায় আর্থিক খরচ বৃদ্ধি পায় ঘ. ব্যবসায় শ্রম ও ঝুঁকি বৃদ্ধি পায় সঠিক উত্তর : ক. স্বল্পসময়ে ক্রয়-বিক্রয় করা যায় ২২. কম্পিউটার নেটওয়ার্কের আওতায় বেচাকেনাকে সাধারণভাবে কী বলা হয়? ক. ই-কমার্স খ. ই-মার্কেট গ. ই-মেইল ঘ. ই-বিজনেস সঠিক উত্তর : ক. ই-কমার্স ২৩. ফ্রিল্যান্সার কী? ক. দীর্ঘমেয়াদি চুক্তিতে কর্মরত ব্যক্তি খ. যিনি নিয়মমাফিক ১০টা-৫টা অফিস করেন গ. যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানের কাজ করেন ঘ. সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করেন সঠিক উত্তর : গ. যিনি স্বাধীনভাবে প্রতিষ্ঠানের কাজ করেন ২৪. উদ্দীপকে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পদ্ধতিটি- র. পার্শ্বপ্রতিক্রিয়াহীন রর. কম সময়ে সম্পন্ন হয় ররর. কোষ ক্ষয় হ্রাস করে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ২৫. বায়োমেট্রিক্স কোথায় ব্যবহৃত হয়? ক. চিকিৎসাবিজ্ঞানে খ. শিক্ষাক্ষেত্রে গ. ব্যক্তি শনাক্তকরণে ঘ. যোগাযোগের ক্ষেত্রে সঠিক উত্তর : গ. ব্যক্তি শনাক্তকরণে ২৬. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ করার প্রযুক্তি হলো- ক. ন্যানো টেকনোলজি খ. বায়োমেট্রিক্স গ. বায়োইনফরমেট্রিক্স ঘ. জেনেটিক সঠিক উত্তর : ক. ন্যানো টেকনোলজি উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও। অসুস্থতার কারণে অমিত অনুপস্থিত থাকায় আইসিটি ক্লাসের অ্যাসাইনমেন্ট বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে বন্ধু শফিক তাকে বলে, 'এক্ষণি তোমার অ্যাড্রেসে পাঠিয়ে দিচ্ছি।' অমিত নিজেও তার পড়াশোনার কাজে কম্পিউটার ও মোবাইল ফোনে প্রয়োজনীয় তথ্যের টেক্সট, অডিও, ভিডিও ডাউনলোড করে থাকে এবং অন্য বন্ধুদের সহায়তা করে। ২৭. উদ্দীপকে অমিতের বন্ধু তথ্যপ্রযুক্তির কোন সুবিধাটি গ্রহণ করেছে? ক. অডিও কনফারেন্সিং খ. ভিডিও কনফারেন্সিং গ. মোবাইল প্রযুক্তি ঘ. ইলেকট্রনিকস মেইলিং সঠিক উত্তর : ঘ. ইলেকট্রনিকস মেইলিং ২৮. অমিতের ভূমিকার ফলে বৃদ্ধি পাবে- র. ক্লাসের অনুপস্থিতি রর. তথ্যপ্রযুক্তির ব্যবহার ররর. ই-লার্নিং সিস্টেম নিচের কোনটি সঠিক? ক. র, রর খ. র ও ররর গ. রর, ররর ঘ. র, রর, ররর সঠিক উত্তর: গ. রর, ররর