প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
মহাকাশ
অধ্যায়-৮ ৭. মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কী বলা হয়? উত্তর : জ্যোতির্বিজ্ঞান ৮. যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কী বলে? উত্তর : কক্ষপথ ৯. সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে কত সময় লাগে? উত্তর : ৩৬৫ দিন ৬ ঘণ্টা ১০. নিজ অক্ষরেখার ওপর ঘূর্ণায়মান গতিকে কী বলে? উত্তর : আহ্নিক গতি ১১. নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে? উত্তর : ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ১২. কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী রেখাকে কী বলে? উত্তর : অক্ষ ১৩. পৃথিবীর অক্ষ রেখাটি কোন মেরু বরাবর ছেদ করেছে? উত্তর : উত্তর-দক্ষিণ মেরু ১৪. যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশে কোন কাল হয়? উত্তর : গ্রীষ্মকাল ১৫. যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে তখন কোন কাল হয়? উত্তর : শীতকাল ১৬. যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে কী বলে? উত্তর : উপগ্রহ ১৭. চাঁদের নিজস্ব কী নেই? উত্তর : আলো ১৮. চাঁদের যখন সম্পূর্ণ অংশ আলোকিত দেখি তখন তাকে কী বলে? উত্তর : পূর্ণিমা ১৯. চাঁদে যখন একেবারই কোনো আলো দেখতে পাই না তখন তাকে কী বলে? উত্তর : অমাবস্যা ২০. চাঁদের নিজ অক্ষে পৃথিবীর চারদিক ঘুরে আসতে কত দিন লাগে? উত্তর : ২৮ দিন অধ্যায়- ৯ ১. শিল্পবিপস্নব কখন হয়েছিল? উত্তর : ১৮ শতকে ২. রাসায়নিক প্রযুক্তি কোনটি? উত্তর : সার ৩. প্রকৃতি সম্পর্কিত জ্ঞান কোনটি? উত্তর : বিজ্ঞান ৪. প্রযুক্তি মানুষের জীবনের মানোন্নয়নের জন্য কী উদ্ভাবন করেছে? উত্তর : বিভিন্ন পণ্য ৫. বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য কীরূপ? উত্তর : ভিন্ন ৬. প্রকৃতি নিয়ে কারা গবেষণা করেন? উত্তর : বিজ্ঞানীরা ৭. জলীয়বাষ্পের ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষ কী উদ্ভাবন করেছে? উত্তর : বাষ্পীয় ইঞ্জিন ৮. বিভিন্ন পণ্য যন্ত্রপাতি উদ্ভাবনে প্রযুক্তি কী ব্যবহার করে? উত্তর : বৈজ্ঞানিক জ্ঞান ৯. বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করেন কোন যন্ত্রের সাহায্যে? উত্তর : দুরবিন