বিজ্ঞান

৬ষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ০৮ আগস্ট ২০২০, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা য়
মস্তিষ্ক
অধ্যায়-৬ ৫০। নাকের কয়টি অংশ আছে? উত্তর : ২টি ৫১। নাকের অংশ দুটির নাম কী? উত্তর : নাসারন্ধ্র ও নাসাপথ ৫২। নাসারন্ধ্র কাকে বলে? উত্তর : নাকের যে ছিদ্র দিয়ে বাতাস দেহের ভেতরে ঢোকে তাকে নাসারন্ধ্র বলে। ৫৩। নাসাপথ কাকে বলে? উত্তর : নাসারন্ধ্র থেকে গলার পেছন ভাগ বা গলবিল পর্যন্ত বিস্তৃত গহ্বরকে নাসাপথ বলে। ৫৪। নাসাপথের গহ্বরটি দেখতে কেমন? উত্তর : ত্রিকোণাকার ৫৫। আমাদের স্বাদইন্দ্রিয়ের নাম কী? উত্তর : জিহ্বা ৫৬। কোন ইন্দ্রিয় খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সাহায্য করে? উত্তর : জিহ্বা ৫৭। খাদ্য পরিপাকের জন্য গুরুত্বপূর্ণ অঙ্গের নাম কী? উত্তর : জিহ্বা ৫৮। ত্বক কী? উত্তর : ত্বক আমাদের দেহের আবরণ। \হ ৫৯। ত্বকের কয়টি স্তর আছে? উত্তর : ২টি ৬০। ত্বকের স্তর দুটির নাম কী? উত্তর : উপচর্ম বা বহিঃত্বক ও অন্তঃচর্ম বা অন্তঃত্বক ৬১। লোম, চুল ও নখের উৎপত্তি হয় কী থাকে? উত্তর : উপচর্ম থেকে ৬২। রক্তনালি ও স্নায়ু কোথায় থাকে? উত্তর : অন্তঃত্বকে বা অন্তচর্মে ৬৩। স্বেদগ্রন্থির সংখ্যা কোথায় বেশি থাকে? উত্তর : লোমহীন স্থানে অর্থাৎ করতল ও পদতলে ৬৪। নাক, কান, চক্ষু এদের সাড়া দেয়ার ক্ষমতা কীসের ওপর নির্ভরশীল? উত্তর : মস্তিষ্কের ওপর ৬৫। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? উত্তর : ভিটামিন এ ৬৬। শোনা ও দেহের ভারসাম্য রক্ষায় প্রধান অঙ্গ হিসেবে কাজ করে - উত্তর : কান ৬৭। শ্লেষ্মা ঝিলিস্নতে অসংখ্য কী থাকে? উত্তর : ঘ্রাণ কোষ ৬৮। জ্বর হলে জিহ্বার রঙ কেমন হয়? উত্তর : সাদা ও হলদে