তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ০৯ আগস্ট ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
আউটসোর্সিং
অধ্যায়-১ ২৯. উচ্চফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ. রোবটিক্স গ. ক্রায়োসার্জারি ঘ. ন্যানো টেকনোলজি সঠিক উত্তর : ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ৩০. এক ন্যানো = কত? ক. এক কোটি ভাগের এক ভাগ খ. দশ কোটি ভাগের এক ভাগ গ. একশ কোটি ভাগের এক ভাগ ঘ. এক হাজার কোটি ভাগের এক ভাগ সঠিক উত্তর : গ. একশ কোটি ভাগের এক ভাগ \হ ৩১. ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ক. অক্সিজেন খ. হাইড্রোজেন গ. আর্গন ঘ. নিয়ন সঠিক উত্তর : গ. আর্গন ৩২. কোনটির অবদান বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি? ক. টেলিফোন খ. ইন্টারনেট গ. টেলিভিশন ঘ. স্যাটেলাইট সঠিক উত্তর : খ. ইন্টারনেট ৩৩. কোনটির কল্যাণে ঘরে বসেই বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে? ক. ইন্টারনেট খ. টেলিভিশন গ. টেলিফোন ঘ. মোবাইল ফোন সঠিক উত্তর : ক. ইন্টারনেট ৩৪. দূরবর্তী কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গে যোগাযোগের সময় কোনটির সুদৃঢ় নেটওয়ার্ক থাকার প্রয়োজন হয়? ক. ইন্টারনেট খ. ক্রায়োসার্জারি গ. গেস্নাবাল ভিলেজ ঘ. ভার্চুয়াল রিয়েলিটি সঠিক উত্তর: ক. ইন্টারনেট ৩৫. বায়োমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? ক. অপরাধী শনাক্ত করতে খ. জলবায়ু নিয়ন্ত্রণে গ. বায়ো পস্ন্যান্ট প্রযুক্তিতে ঘ. জীববৈচিত্র্য সৃষ্টি করতে সঠিক উত্তর : ক. অপরাধী শনাক্ত করতে ৩৬. দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে? ক. ফেসবুক খ. আউটসোর্সিং গ. গুগল ঘ. সংবাদপত্র সঠিক উত্তর : খ. আউটসোর্সিং ৩৭. দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে? ক. ফেসবুক খ. আউটসোর্সিং গ. গুগল ঘ. সংবাদপত্র সঠিক উত্তর : খ. আউটসোর্সিং ৩৮. অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে? ক. মোবাইল ব্যাংকিং খ. কুরিয়ার সার্ভিস গ. তফসিলি ব্যাংক ঘ. পোস্ট অফিস সঠিক উত্তর : ক. মোবাইল ব্যাংকিং উদ্দীপকটি পড়ে ৩৯ও ৪০ নাম্বার প্রশ্নের উত্তর দাও। ইরফান সাহেবের অফিসের সব কাজ কম্পিউটারনির্ভর। কর্মীদের আগমন, প্রস্থান সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। চিঠিপত্র আদান-প্রদান, আন্তঃযোগাযোগে এখন আর সনাতন পদ্ধতি ব্যবহার করা হয় না। দেশের বাইরে তার আরও দুটি শাখা অফিস রয়েছে। প্রযুক্তির কল্যাণে তিনি কম খরচে ও যেকোনো জায়গা থেকে সব অফিস পরিচালনা করতে পারেন। ৩৯. ইরফান সাহেবের ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ. বায়োমেট্রিক্স গ. বায়োইনফরমেটিক্স ঘ. ন্যানোটেকনোলজি সঠিক উত্তর : খ. বায়োমেট্রিক্স ৪০. প্রযুক্তি ব্যবহারে অফিসটি লাভবান হবে- র. ডেটা আদান-প্রদান ও সংরক্ষণে রর. ভার্চুয়াল অফিস পরিচালনায় ররর. সুষ্ঠু কর্মী ব্যবস্থাপনায় নিচের কোনটি সঠিক? ক. র, রর খ. র, ররর গ. রর, ররর ঘ. র, রর, ররর সঠিক উত্তর : ঘ. র, রর, ররর ৪১. বর্তমানে ঘরে বসে অর্থ উপার্জন করার বাস্তব উপায় কী? ক. আউটসোর্সিং খ. ভার্চুয়াল চাকরি গ. অনলাইন হ্যাকিং ঘ. ভার্চুয়াল ব্যবসা সঠিক উত্তর : ক. আউটসোর্সিং