শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
  ১০ আগস্ট ২০২০, ০০:০০
টেলিকনফারেন্স

অধ্যায়-১

৪২. টেলিভিশন একটি-

ক. প্রেরক যন্ত্র

খ. একমুখী যোগাযোগব্যবস্থা

গ. দ্বিমুখী যোগাযোগব্যবস্থা

ঘ. টেলিকমিউনিকেশন

সঠিক উত্তর : খ. একমুখী যোগাযোগব্যবস্থা

৪৩. তথ্যপ্রযুক্তি বলতে মূলত কী বোঝায়?

ক. তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি

খ. তথ্য বিক্রির প্রযুক্তি

গ. তথ্য বিকৃতির প্রযুক্তি

ঘ. শুধু তথ্য রাখার প্রযুক্তি

সঠিক উত্তর : ক. তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি

৪৪. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিংয়ের কাজ সম্পন্ন করা যায়?

ক. ই-মেইল

খ. ফেসবুক

গ. টেলিকনফারেন্সিং

ঘ. টুইটার

সঠিক উত্তর : গ. টেলিকনফারেন্সিং

৪৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি?

ক. রেডিও

খ. টেলিফোন

গ. টেলিভিশন

ঘ. কম্পিউটার

সঠিক উত্তর : ঘ. কম্পিউটার

৪৬. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?

ক. ই-কমার্স

খ. ই-মার্কেটিং

গ. ই-বিজনেস

ঘ. আউটসোর্সিং

সঠিক উত্তর : ঘ. আউটসোর্সিং

৪৭. বর্তমান সময়ের আধুনিক সব যোগাযোগ ও সম্প্রচারব্যবস্থা মূলত কী নির্ভর?

ক. স্যাটেলাইট

খ. রেডিও

গ. টেলিভিশন

ঘ. দৈনিক পত্রিকা

সঠিক উত্তর : ক. স্যাটেলাইট

৪৮. ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা

র. একে অপরের ছবি দেখতে পারে

রর. প্রত্যেকে প্রত্যেকের কথোপকথন শুনতে পায়

ররর. নিজেদের মধ্যে চিঠিপত্র আদান-প্রদান করতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

৪৯. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কী বলা হয়?

ক. টেলিকনফারেন্স

খ. টেলিকমিউনিকেশন

গ. ভিডিও কনফারেন্স

ঘ. ভিডিও চ্যাটিং

সঠিক উত্তর : ক. টেলিকনফারেন্স

অধ্যায়-২

১. ব্যান্ডউইটথ কী?

ক. ডেটাপ্রবাহের হার

খ. ডেটাপ্রবাহের মাধ্যম

গ. ডেটাপ্রবাহের দিক

ঘ. ডেটাপ্রবাহের পদ্ধতি

সঠিক উত্তর : ক. ডেটাপ্রবাহের হার

২. বস্নুটুথের মাধ্যমে কোন নেটওয়ার্ক তৈরি হয়?

ক. চঅঘ

খ. খঅঘ

গ. গঅঘ

ঘ. ডঅঘ

সঠিক উত্তর : ক. চঅঘ

৩. ফাইবার অপটিক কেবেলর সুবিধা কোনটি?

ক. ডেটার গতির ওসনঢ়ং

খ. পরিবেশের প্রভাবমুক্ত

গ. অপেক্ষাকৃত সহজে স্থাপনযোগ্য

ঘ. রক্ষণাবেক্ষণ খরচ কম

সঠিক উত্তর : খ. পরিবেশের প্রভাবমুক্ত

৪. কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হচ্ছে?

ক. রাউটার

খ. মডেম

গ. রিপিটার

ঘ. সুইচ

সঠিক উত্তর : খ. মডেম

৫. ঘওঈ-এর পূর্ণরূপ কী?

ক. ঘবঃড়িৎশ ওহঃবৎভধপব ঈধৎফ

খ. ঘবঃড়িৎশ ওফবহঃরঃু ঈধৎফ

গ. ঘবঃড়িৎশ ওহভড়ৎসধঃরড়হ ঈধৎফ

ঘ. ঘবঃড়িৎশ ওহঃবৎপযধহমব ঈধৎফ

সঠিক উত্তর : ক. ঘবঃড়িৎশ ওহঃবৎভধপব ঈধৎফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108243 and publish = 1 order by id desc limit 3' at line 1