শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রাথমিক বিজ্ঞান

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

ক্যামেরা
নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ১০ আগস্ট ২০২০, ০০:০০

অধ্যায়- ৯

৩. তথ্য বিনিময়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

উত্তর: মোবাইল ফোন

৪. কম্পিউটারের নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য আদান-প্রদান করার প্রক্রিয়ার নাম কী?

উত্তর: নেটওয়ার্ক

৫. কোনটি আমাদের নিরাপদ থাকতে ও ভালোভাবে বাঁচতে সাহায্য করে?

উত্তর: তথ্য বিনিময়

৬. অন্যের সঙ্গে কথা বলে ও চিঠি লিখে আমরা কী করতে পারি?

উত্তর: তথ্য বিনিময়

৭. কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন এগুলো কী?

উত্তর: আইসিটি

৮. বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোনটি?

উত্তর: ইন্টারনেট

৯. মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে কী ?

উত্তর: আইসিটি

১০. আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য কী করা যায়?

উত্তর: সংরক্ষণ

১১. কী ব্যবহার করে আমরা সহজেই তথ্য সংগ্রহ করতে পারি?

উত্তর: ইন্টারনেট

১২. ইন্টারনেট পৃথিবীর বিভিন্ন প্রান্তের কীসের সঙ্গে সংযুক্তকারী?

উত্তর: কম্পিউটার

১৩. ইন্টারনেট পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী-

উত্তর : নেটওয়ার্ক

১৪. তথ্য প্রতিনিয়তই কীরূপ হচ্ছে?

উত্তর: বাড়ছে

১৫. বাংলা ঝধৎপয ইঞ্জিন কী ?

উত্তর: পিপীলিকা

১৬. ইন্টারনেটে তথ্য অনুসন্ধানের পর প্রাপ্ত তথ্যটি কীভাবে সংরক্ষণ করা যায়?

উত্তর: ছবি তুলে

১৭. তথ্য সংরক্ষণ প্রযুক্তি কী ?

উত্তর: পেন ড্রাইভ

১৮. কোনটির মাধ্যমে আমরা মানুষের সঙ্গে কথা বলতে পারি?

উত্তর: মোবাইল

১৯. কোনটির মাধ্যমে আমরা ছবি তুলে বা ভিডিও করে তথ্য বিনিময় করতে পারি?

উত্তর: ক্যামেরা

২০. ফেসবুক বা টুইটার কোন ধরনের যোগাযোগ মাধ্যম?

উত্তর: সামাজিক

২১. তথ্য খুঁজে পেতে, বুঝতে, মূল্যায়ন ও ব্যবহার করতে কী অর্জন করতে হবে?

উত্তর: দক্ষতা

২২. কম্পিউটারের ইনপুট ডিভাইস কী?

উত্তর: কী বোর্ড

২৩. কম্পিউটারের আউটপুট ডিভাইস কী?

উত্তর: মনিটর

২৪. তথ্য সংগ্রহকরণ ও তথ্যের প্রক্রিয়াকরণকে কী বলে?

উত্তর: তথ্যপ্রযুক্তি

২৫. নিজস্ব উদ্ভাবন ও সংগৃহীত তথ্য কীসের মাধ্যমে প্রকাশ করতে পারি?

উত্তর: কম্পিউটার

২৬. তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময়, বিস্তার ও ব্যবহার করা যায় কীসের মাধ্যমে?

উত্তর: আইসিটি

২৭. উপাত্ত যখন বিশেষ প্রয়োজনে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?

উত্তর: তথ্য

২৮.ঈ.চ.ট কে কম্পিউটারের কী বলা হয়?

উত্তর: ব্রেইন

২৯. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশকে কী বলে?

উত্তর: ঈ.চ.ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'and id<108245 and publish = 1 order by id desc limit 3' at line 1