প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ১১ আগস্ট ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর
বন্যা
আজ তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো অধ্যায় -১১ ১. বাংলাদেশে প্রতি বছর কী দেখা যায়? উত্তর: বন্যা ২. কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থাকে কী বলে? উত্তর: আবহাওয়া ৩. কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাকে কী বলে? উত্তর: জলবায়ু ৪. কোনো স্থানের বহু বছরের আবহাওয়াকে কী বলে? উত্তর: জলবায়ু ৫. আবহাওয়া সবসময় কীরূপ? উত্তর: পরিবর্তনশীল ৬. আবহাওয়া ও জলবায়ুর মধ্য সম্পর্ক কী? উত্তর: ঘনিষ্ঠ ৭. বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় কোন মাসে? উত্তর: জুন ৮. বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শেষ হয় কোন মাসে? উত্তর: আগস্ট ৯. বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের ওপর যে চাপ প্রয়োগ করে তাকে কী বলে? উত্তর: বায়ুচাপ ১০. বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে কী হয়? উত্তর: প্রবাহিত হয় ১১. পানি অপেক্ষা দ্রম্নত ঠান্ডা বা গরম হয় কী? উত্তর: বালি ১২. স্থলভাগ জলভাগ উষ্ণ থাকে কোন সময়? উত্তর: দিনে ১৩. বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে কী হয়? উত্তর: উপরে উঠে যায় ১৪. স্থল ভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয় কখন? উত্তর: রাতে ১৫. বাংলাদেশে বর্ষাকালে কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ১৬. আবহাওয়ার উপাদানগুলো কীসের উপাদান? উত্তর: জলবায়ুর ১৭. কোনটি অল্পসময়ের মধ্যে পাল্টে যেতে পারে? উত্তর: আবহাওয়া ১৮. জলবায়ুর সঙ্গে কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? উত্তর: আবহাওয়া ১৯ আবহাওয়ার নিয়ামক কী? উত্তর: জলীয়বাষ্প ২০. কীসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? উত্তর: বায়ুচাপ