এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
অধ্যায়-২ ১৯. কোন প্রজন্মের মোবাইল ফোনে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয়? ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ সঠিক উত্তর : গ. তৃতীয় ২০. ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে ডেটার নিরাপত্তা কোন মাধ্যমে বেশি? ক. কো-এক্সিয়েল কেব খ. ফাইবার অপটিক কেব গ. রেডিও ওয়েভ ঘ. মাইক্রো ওয়েভ সঠিক উত্তর : খ. ফাইবার অপটিক কেব ২১. লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি কোনটি? ক. ডর-গধী খ. বস্নুটুথ গ. ইনফারেড ঘ. ডর-ঋর সঠিক উত্তর : ঘ. ডর-ঋর ২২. কোন পদ্ধতিতে ডেটা বক আকারে স্থানান্তরিত হয়? ক. সিনক্রোনাস খ. অ্যাসিনক্রোনাস গ. ভয়েব ব্যান্ড ঘ. ব্রডব্যান্ড সঠিক উত্তর : ক. সিনক্রোনাস নিচের উদ্দীপকের আলোকে ২৩ ও ২৪ নাম্বার প্রশ্নের উত্তর দাও। কম্পিউটার ল্যাবে ২০টি কম্পিউটার একটি বিশেষ টপোলজিতে নেটওয়ার্কিংয়ের আওতায় আনা হলো। এতে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে পারফরম্যান্স বেশ ভালো, তবে একটি কম্পিউটার অকেজো হলেই পুরো নেটওয়ার্কটি অকার্যকর হয়ে পড়ছে। ২৩. উদ্দীপকে নেটওয়ার্কিংয়ে কোন টপোলজি ব্যবহৃত হয়েছে? ক. রিং খ. বাস গ. স্টার ঘ. মেস সঠিক উত্তর : ক. রিং ২৪. আরও কম্পিউটার যেকোনো মুহূর্তে সংযুক্ত করতে ও আগের কম্পিউটারটি ত্রম্নটিমুক্ত করতে চাইলে কোন টপোলজিটি উপযোগী হবে? ক. স্টার খ. ট্রি গ. রিং ঘ. মেস সঠিক উত্তর : ক. স্টার ২৫. ডেটার গন্তব্যের সংখ্যার ওপর ভিত্তি করে ট্রান্সমিশনকে কয়ভাগে ভাগ করা যায়? ক. ২ ভাগে খ. ৩ ভাগে গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে সঠিক উত্তর : খ. ৩ ভাগে ২৬. কোন ডেটা ট্রান্সমিশন সিস্টেমে ক্যারেক্টর বাই ক্যারেক্টর ডেটা ট্রান্সমিট হয়? ক. সিনক্রোনাস খ. অ্যাসিনক্রোনাস গ. ব্রডকাস্ট ঘ. ইউনিকাস্ট সঠিক উত্তর : খ. অ্যাসিনক্রোনাস নিচের উদ্দীপকের আলোকে ২৭ ও ২৮ নাম্বার প্রশ্নের উত্তর দাও। অ-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি একটি বৈদু্যতিক লাইনের দুই পার্শ্ব থেকে নেয়া কয়েকটি বাড়িতে বৈদু্যতিক সংযোগের অনুরূপ। ই-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি একটি বৈদু্যতিক পোল থেকে নেয়া কয়েকটি বাড়িতে বৈদু্যতিক সংযোগের অনুরূপ। ঈ-এর ব্যবসাপ্রতিষ্ঠানে নেটওয়ার্ক টপোলজি বৃত্তাকার পথে সাজানো কয়েকটি বাড়িতে বৈদু্যতিক সংযোগের অনুরূপ। তারা তাদের ব্যবসা নেটওয়ার্কিংসহ একীভূত করতে চাইল। ২৭. অ-এর ব্যবসাপ্রতিষ্ঠানে কোন ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে? ক. বাস খ. স্টার গ. মেস ঘ. ট্রি সঠিক উত্তর : ক. বাস ২৮. ই ও ঈ টপোলজিদ্বয়ের পার্থক্যের ক্ষেত্র হচ্ছে- র. কেন্দ্রীয় সার্ভার রর. হাব ররর. ওয়ার্ক স্টেশন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর নিচের উদ্দীপকের আলোকে ২৯ ও ৩০ নাম্বার প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশ সরকার বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান বহির্বিশ্বে একটি নির্দিষ্ট অঞ্চলে সম্প্রচারের জন্য কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চিন্তা করছে। ২৯. উদ্দীপকে বর্ণিত কমিউনিকেশন মাধ্যমটি কোন ধরনের? ক. ইনফ্রারেড খ. ফাইবার অপটিক গ. রেডিও ওয়েভ ঘ. মাইক্রোওয়েভ সঠিক উত্তর : ঘ. মাইক্রোওয়েভ ৩০. উদ্দীপকে কার্যটি সম্পাদনের জন্য কৃত্রিম উপগ্রহটিকে যা করতে হবে- র. প্রায় ৩৬ হাজার কিমি ওপরে ওঠাতে হবে রর. পৃথিবীর নিম্ন অরবিটে স্থাপন করতে হবে ররর. পর্যায়কাল পৃথিবীর আহ্নিক গতির সমান হতে হবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর