প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
ঘূর্ণিঝড়
অধ্যায় -১১ ২১. দুপুরে সূর্য আমাদের মাথার উপর থেকে কীভাবে কিরণ দেয়? উত্তর: খাড়াভাবে ২২. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী? উত্তর: সময়ের ২৩. বাংলাদেশের জলবায়ু কী ধরনের? উত্তর: উষ্ণ ও শুষ্ক ২৪. শীতকালে বায়ু কীরূপ থাকে? উত্তর: হালকা ২৫. দিনের কোন সময় সূর্যের তাপ বেশি থাকে? উত্তর: দুপুর ২৬. ঘূর্ণিঝড়ের উৎপত্তি সাধারণত কোথায় হয়? উত্তর: মহাসাগরে ২৭. গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয় তা কী নামে পরিচিত? উত্তর: কালবৈশাখী ২৮. অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রা কীসের কারণ? উত্তর: খরা ২৯. অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাকে কী বলে? উত্তর: দাবদাহ ৩০. বাংলাদেশে শীতকালে কোন বায়ু প্রবাহিত হয়? উত্তর: উত্তর-পূর্ব মৌসুমি বায়ু। অধ্যায় - ১২ ১. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কী? উত্তর: বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি। ২. দুটি গ্রিন হাউজ গ্যাসের নাম লেখ। উত্তর: কার্বন ডাইঅক্সাইড ও মিথেন। ৩. বাংলাদেশের জলবায়ু কেমন? উত্তর: উষ্ণ এবং আদ্র। ৪. অভিযোজন কী? উত্তর: পরিবর্তিত জলবায়ুতে বেচেঁ থাকার জন্য গৃহীত কর্মসূচিই হলো খাপ খাওয়ানো বা অভিযোজন। ৫. বৈশ্বিক উষ্ণায়ন কাকে বলে? উত্তর: পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাওয়াকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। ৬. তীব্র শীতে গাছপালা গ্রিন হাউজের ভেতর উষ্ণ ও সজীব থাকে কীভাবে? উত্তর: গ্রিন হাউজ হলো কাচের তৈরি ঘর- যা ভেতরের সূর্য তাপ আটকে রাখে। এ কারণে তীব্র শীতেও গাছপালা এই ঘরের ভেতর উষ্ণ ও সজীব থাকে। ৭. বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ কী? উত্তর: বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ বৃদ্ধি। অধ্যায়- ১৩ ১. প্রাকৃতিক সম্পদ কাকে বলে? উত্তর: প্রকৃতিতে পাওয়া যেসব সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাকে প্রাকৃতিক সম্পদ বলে। ২. মানব সৃষ্ট সম্পদ কী? উত্তর: মানুষের তৈরি সম্পদই হলো মানব সৃষ্ট সম্পদ। যেমন : কাগজ, বিদু্যৎ ইত্যাদি। ৩. নবায়নযোগ্য সম্পদ কাকে বলে? উত্তর: যেসব প্রাকৃতিক সম্পদ পুনরায় ব্যবহার করা যায় তাদের নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। যেমন: সূর্যের আলো ও বায়ুপ্রবাহ। ৪. অনবায়নযোগ্য সম্পদ কাকে বলে? উত্তর: যেসব সম্পদ একবার নিঃশেষ হয় আর ফিরে পাওয়া সম্ভব নয় তাদের অনবায়নযোগ্য সম্পদ বলে। যেমন: প্রাকৃতিক গ্যাস ও কয়লা। ৫. প্রাকৃতিক সম্পদের দুটি ব্যবহার কী কী? উত্তর: ক. ফসল উৎপাদনে মাটি ব্যবহার খ. বায়ুপ্রবাহ কাজে লাগিয়ে বিদু্যৎ উৎপাদন \হ ৬. প্রকৃতির কোন উপাদান কাচ তৈরিতে ব্যবহার করা হয় ? উত্তর: বালি ৭. সম্পদ সংরক্ষণে একটি পদ্ধতির নাম কী? উত্তর: রিসাইকেল \হ ৮. রিসাইকেল বলতে কী বোঝ? উত্তর: কোনো বস্তুর পুনর্ব্যবহারকে বোঝায় যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করা যায়।