সিকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
মুজিব শতবর্ষ উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। ৯ আগস্ট ক্যাম্পাসের ভেতরের প্রধান সড়কের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার প্রথমেই কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে একটি কাঁঠাল গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। মুজিব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আবদুল বাসেতের পরিচালনায় বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মৃতু্যঞ্জয় কুন্ডু ও রেজিস্ট্রার মো. বদরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।