ঢাবিতে হাল্ট প্রাইজের নতুন পরিষদ গঠিত

প্রকাশ | ১২ আগস্ট ২০২০, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
তরুণদের 'নোবেল পুরস্কার'খ্যাত বিশ্বের সবচেয়ে বড় স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রাম 'হাল্ট প্রাইজ'-এর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস রাউন্ড ২০২০-২১ এর জন্য ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়েছে। \হ'হাল্ট প্রাইজ' এমন একটি 'আইডিয়া কম্পিটিশন' যেখানে মূলত তরুণরা তাদের মেধা-মনন ব্যবহার করে একটি অদ্বিতীয় ব্যবসায়িক পরিকল্পনা প্রদানের মাধ্যমে বর্তমান বিশ্বের যে কোনো সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশসংক্রান্ত অন্তরায় থেকে পরিত্রাণ পেতে সাহায্য করে থাকে। প্রতি বছর পৃথিবীজুড়ে প্রায় ১০০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে বিজয়ী দলকে তারপর আঞ্চলিক বাছাই প্রক্রিয়ায় পাঠানো হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী দলকে ১০ লাখ মার্কিন ডলার প্রাইজ মানি হিসাবে উপহার দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবদুল মুহাইমিন বিন ফারুককে 'ক্যাম্পাস ডাইরেক্টর' হিসেবে নিযুক্ত করে এ পরিষদ গঠন করা হয়। নবগঠিত হাল্ট প্রাইজ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচালনা পরিষদ কর্তৃক আগামীকাল হাল্ট প্রাইজ সম্পর্কে একটি অনলাইন ওয়েবনিয়ারের আয়োজন করবে-ইনফো সেশনটিতে আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন হাল্ট প্রাইজ ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ ক্যাম্পাস রাউন্ডের ফার্স্ট রানার-আপ, ঝঊঊউ-এর সহপ্রতিষ্ঠাতা জাওয়াদ আলম এবং হাল্ট প্রাইজ গেস্নাবাল টিমের আঞ্চলিক সহযোগী ফাহিম শাহরিয়ার।