এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ১৩ আগস্ট ২০২০, ০০:০০

রোজিনা আক্তার, শিক্ষক ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সিরাজগঞ্জ য়
ক্লাউড কম্পিউটিং
অধ্যায়-২ ৩১. রাকিবের কম্পিউটার থেকে হাসানের কম্পিউটারে ডেটা স্থানান্তরে সিগন্যাল দুর্বল হয়ে পড়ে। যে ডিভাইসটি ব্যবহার করে সমস্যাটি সমাধান করা যায়, তা হলো- ক. হাব খ. সুইচ গ. রিপিটার ঘ. রাউটার সঠিক উত্তর : ঘ. রাউটার ৩২. আলোর বেগে তথ্য পাঠাতে যে কেবল ব্যবহৃত হয়, তা হলো- ক. আবরণহীন টুইস্টেড পেয়ার কেবল খ. আবরণযুক্ত টুইস্টেড পেয়ার কেবল গ. কো-এক্সিয়াল কেবল ঘ. ফাইবার অপটিক কেবল সঠিক উত্তর : ঘ. ফাইবার অপটিক কেবল \হ ৩৩. রিং টপোলজিতে- র. প্রতিটি কম্পিউটারের গুরুত্ব সমান রর. সমস্যা চিহ্নিতকরণ বেশ জটিল ররর. কেন্দ্রীয় সার্ভারের প্রয়োজন নেই নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ৩৪. মোবাইল ফোনে ট্রান্সমিশন সিস্টেমে ডিজিটাল পদ্ধতিতে শুরু হয় কোন প্রজন্ম থেকে? ক. ১এ খ. ২এ গ. ৩এ ঘ. ৪এ সঠিক উত্তর : খ. ২এ ৩৫. কোন ডিভাইস হাফ-ডুপেক্স মোডে ডেটা আদান-প্রদান করা হয়? ক. রেডিও খ. মোবাইল ফোন গ. ওয়াকিটকি ঘ. কম্পিউটার সঠিক উত্তর : গ. ওয়াকিটকি ৩৬. রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশন মোড? ক. সিমপেক্স ও মাল্টিকাস্ট খ. হাফডুপেক্স ও মাল্টিকাস্ট গ. সিমপেক্স ও ব্রডকাস্ট ঘ. ফুল-ডুপেক্স ও ব্রডকাস্ট সঠিক উত্তর: গ. সিমপেক্স ও ব্রডকাস্ট নিচের উদ্দীপকের আলোকে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও। আনিস সাহেব তার অফিসের সব কম্পিউটারকে নেটওয়ার্কভুক্ত করেন। দেশি কাস্টমার ও কোম্পানির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে প্রতিটি কম্পিউটার সক্ষম। তিনি অল্পসংখ্যক প্রিন্টার, স্ক্যানার ব্যবহার করে যাবতীয় কাজ সমাধান করেন। ফলে আনিস সাহেবের অফিসের কাজের গতি বৃদ্ধি পায়। ৩৭. উদ্দীপকে বর্ণিত অফিসটিতে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে- ক. চঅঘ খ. খঅঘ গ. গঅঘ ঘ. ডঅঘ সঠিক উত্তর : খ. খঅঘ ৩৮. উদ্দীপকে অফিসটিতে বিদ্যমান ব্যবস্থায়- র. রিসোর্স শেয়ারিং সহজতর হবে রর. সিদ্ধান্ত গ্রহণ সহজতর হবে ররর. তথ্য ব্যবস্থাপনায় ব্যয় বৃদ্ধি পাবে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ৩৯. হাব ব্যবহৃত হয় কোন টপোলজিতে? ক. রিং খ. স্টার গ. বাস ঘ. মেস সঠিক উত্তর: খ. স্টার ৪০. অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ কোনটি? ক. জ্যাকেট খ. ক্ল্যাডিং গ. কোর ঘ. বাফার সঠিক উত্তর : গ. কোর ৪১. ভয়েজ ব্যান্ডে ডেটার স্পিড কত? ক. ৪৫-৩০০ নঢ়ং খ. ৪৫০-৯৬০০ নঢ়ং গ. ৯৬০০-১ সনঢ়ং \হঘ. সর্বনিম্ন ১ মনঢ়ং সঠিক উত্তর : খ. ৪৫০-৯৬০০ নঢ়ং ৪২. ভয়েজ ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে? ক. টেলিফোনে খ. টেলিগ্রাফে গ. স্যাটেলাইটে ঘ. কম্পিউটারে সঠিক উত্তর : ক. টেলিফোনে ৪৩. সার্ভারের ধারণক্ষমতার অতিরিক্ত কাজের জন্য সহায়ক হিসেবে ব্যবহৃত হয় কোনটি? ক. ক্লায়েন্ট সার্ভার খ. ক্লাউড কম্পিউটিং গ. ওয়েব সার্ভার ঘ. ডিস্ট্রিবিউটেড ডেটাবেইস সঠিক উত্তর : খ. ক্লাউড কম্পিউটিং ৪৪. মোবাইল ফোনের কোন প্রজন্ম থেকে ঝগঝ সেবা চালু হয়? ক. প্রথম খ. দ্বিতীয় গ. তৃতীয় ঘ. চতুর্থ সঠিক উত্তর : খ. দ্বিতীয় ৪৫. ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার? ক. ৬ খ. ৫ গ. ৪ ঘ. ৩ সঠিক উত্তর : ঘ. ৩ ৪৬. ইউনিকাস্ট ট্রান্সমিশন মোড হলো- র. সিমপেক্স রর. হাফ-ডুপেক্স ররর. ফুল-ডুপেক্স নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর ৪৭. অপটিক্যাল ফাইবারে ডেটা স্থানান্তর দ্রম্নত হওয়ার কারণ, এতে- র. সূক্ষ্ণ কাচ তন্তু ব্যবহৃত হয় রর. পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ররর. বেশি ওজনের উপাদান ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর